বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

|

ভাদ্র ২৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় আ’লীগের ২ নেতা গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:০৩, ১০ সেপ্টেম্বর ২০২৫

বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় আ’লীগের ২ নেতা গ্রেপ্তার

ফাইল ছবি

বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত থাকার অপরাধে বন্দরে ২৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক নূর উদ্দিন (৬৮) ও  জজ মিয়া (৫৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।  গ্রেপ্তারকৃত আওয়ামীলীগ নেতা নূর উদ্দিন বন্দর থানার  ফুলহর দক্ষিনপাড়া এলাকার মৃত মুল্লুক চাঁন মিয়ার ছেলে ও অপর ধৃত আওয়ামীলীগ নেতা  জজ মিয়া সিদ্বিরগঞ্জ থানার এনায়েতনগর এলকার মৃত নুরুল হুদা  মিয়ার ছেলে। সে র্দীঘ দিন ধরে তার পরিবার পরিজন নিয়ে বন্দর উপজেলার কুশিয়ারা এলাকায় বসবাস করে আসছে।
গ্রেপ্তারকৃতদের  বন্দর থানার দায়েরকৃত ১১(৯)২৪ নং মামলায় মঙ্গলবার    (৯ সেপ্টম্বর) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত সোমবার  (৮ সেপ্টম্বর) রাতে বন্দর উপজেলার বিভিন্ন  এলাকায় অভিযান চালিয়ে এদেরকে  গ্রেপ্তার করা হয়।
বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, গত ২০২৪ ইং সালের  ৪ আগস্ট সকাল ১১টায় বৈষম্য বিরোধী আন্দোলনে বন্দর খেয়াঘাটে আন্দোলনরত ছাত্রদের উপর  সন্ত্রাসী হামলা ও মারামারি ঘটনায় বন্দরে আওয়ামীলীগ ও জাতীয় পার্টি  ৫৯৭ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়। মামলায় ১৯৭ জনের  নাম উল্লেখ্য করে আরোও ৪০০ জনকে অজ্ঞাত আসামী করা হয়।