
ফাইল ছবি
নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, আজ ঢাকা যেতে হলে ঘন্টার পর ঘন্টা লেগে যায়। মেট্রোরেলে খুব অল্প সময়ে আমরা নারায়ণগঞ্জে যেতে পারি। দেশের অর্থনীতিতে নারায়ণগঞ্জের এত ভূমিকা থাকা সত্বেও কেন নারায়ণগঞ্জ বঞ্চিত আমরা জানতে চাই।
রোববার (৭ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জে এমআরটি-২ মেট্রোরেল প্রকল্পে নারায়ণগঞ্জকে সংযুক্ত করার দাবীতে ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ সংগঠনের উদ্যোগে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, মেট্রোরেলের দাবী কোন দল মতের নয়৷ এটি আপামর জনগণের দাবী। কোন ব্যাক্তি স্বার্থে যদি এটা করতে চান তাহলে আমরা নারায়ণগঞ্জবাসীকে সাথে নিয়ে দাঁত ভাঙা জবাব দিবো।