মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

|

ভাদ্র ২৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আমি ফতুল্লার অংশেই থাকবো : গিয়াসউদ্দিন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৪০, ৮ সেপ্টেম্বর ২০২৫

আমি ফতুল্লার অংশেই থাকবো : গিয়াসউদ্দিন

গিয়াসউদ্দিন

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৮ সেপ্টেম্বর) ফতুল্লা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এই সভায় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মীরা।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন। 

তিনি তার বক্তব্যে বলেন, আসন যেভাবেই পুনরবিন্যাস হোক না কেনো, যে এলাকার মানুষের কাছে আমার স্নেহ ভালোবাসা আছে, আমার পেছনে যাদের অবদান আছে, আর যেভাবেই আসন পুর্বিন্যাস হোক না কেন, আমি ফতুল্লার অংশেই থাকবো।

তিনি বলেন, আমি সংসদ সদস্য থাকাকালীন আলিরটেক, গোগনগর ইউনিয়নের এমন কোনো পাড়া-মহল্লা ছিল না যেখানে আমি বিচরণ করি নাই। আমি রাজনীতির চেয়ে বেশি প্রাধান্য দিয়ে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করেছি। মানুষের সুখ-দুঃখ খুঁজে বের করে তাদের সাথী হতে পেরেছি। এমন কোনো পাড়া-মহল্লা নেই, যেখানে আমি আতিথেয়তা গ্রহণ করি নাই।

গিয়াসউদ্দিন আরও বলেন, আপনারা এমপি প্রার্থী কেন হতে চান, এটা ফতুল্লাবাসী বোঝে না কি? কার কত বড় ব্যবসা-বাণিজ্য বাড়াতে চান, কে কতটা গার্মেন্টসের জুট নামাতে চান, কে কোন ঠিকাদারি করতে চান এগুলো মানুষ বুঝে। আমরা জনগণের সঙ্গে আছি, জনগণের সঙ্গে থাকব, জনগণই আমাদের সব। দেশকে ভালোবাসবো, দেশের মানুষকে ভালোবাসবো, দেশের মানুষের জন্য রাজনীতি করব। ব্যক্তিগত কোনো স্বার্থের জন্য রাজনীতি নয়।

তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপির আদর্শ তুলে ধরে বলেন, দেশপ্রেম এবং দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করা এটাই আমাদের আদর্শ। আমরা ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছি, জীবন বাজি রেখেছি, অস্ত্রের মুখোমুখি হয়েছি, জেল-জুলুম ভোগ করেছি। অনেকেই ভয় পেয়ে রাজনীতি ছেড়ে দিয়েছেন। এখন কেউ খালি মাঠ ভেবে সংসদ সদস্য হওয়ার স্বপ্ন দেখছেন। এটা ভুল বোঝাবেন না।

বক্তব্য শেষে তিনি কর্মীদের আশ্বাস দেন, আপনারা আমাকে যতদিন ছাড়বেন না, আমাকে বিতাড়িত করবেন না, ততদিন আমি আপনাদের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ। অপ্রিয় হলেও সত্য, রাজনৈতিক নেতা-কর্মীদের মন জয় করা সহজ, কিন্তু জনগণের মন জয় করা অনেক সহজ। আমি ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, আলিরটেক, গোগনগরের মানুষের মন জয় করতে পেরেছি এটাই আমার স্বার্থকতা। আমি প্রতিটি গ্রামে, মহল্লায় কাজ করতে চাই। দল যাকে মনোনয়ন দিবে, তার জন্য যেন কাজ করতে সহজ হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন আলাউদ্দিন খন্দকার শিপন, মনির হোসেন মনির ও সুলতান। তারা সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।

এই প্রস্তুতি সভার মাধ্যমে ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গ সংগঠন তাদের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচির জন্য নেতা-কর্মীদের মধ্যে মনোবল বৃদ্ধি ও প্রস্তুতি গ্রহণের আহ্বান জানায়।