
ফাইল ছবি
নারায়ণগঞ্জ বন্দর থানার এএসআই মো. মাসুদ রানাকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুষ আদায়ের ভিডিও ছড়িয়ে পড়ে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী বলেন, সামাজিক মাধ্যমে একটি ভিডিও দেখা গেছে। সেই কারণে তাকে পুলিশ লাইন্সে বদলি করা হয়েছে। এবিষয়ে তদন্ত চলছে।