বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

|

ভাদ্র ২৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে ককটেলসহ নাশকতার অভিযোগে ঢাকা থেকে গ্রেপ্তার ১

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৩৬, ৯ সেপ্টেম্বর ২০২৫

নারায়ণগঞ্জে ককটেলসহ নাশকতার অভিযোগে ঢাকা থেকে গ্রেপ্তার ১

গ্রেপ্তার

নারায়ণগঞ্জে নাশকতার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এসময় তার কাছ থেকে ১২টি ককটেল উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি হলেন- ফরিদপুর জেলার সালথা থানার আব্দুর রশিদ খানের ছেলে মোঃ নাজমুল হাসান সুমন ওরফে সুজন খান (২৭)। 

এর আগে ৯ সেপ্টেম্বর সকালে ঢাকার কদমতলী থানার চেয়ারম্যানবাড়ি রসুলবাগ এলাকার একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

পুলিশ জানায় গ্রেফতারকৃত সুমনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের পক্ষে ঢাকাসহ আশেপাশের বিভিন্ন জায়গায় মিছিল করার পরিকল্পনা, বাস্তবায়ন ও জনবল সরবরাহের তথ্য রয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কদমতলী থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।