বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

|

ভাদ্র ২৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে বকেয়া বেতন দাবিতে শ্রমিক অসন্তোষ, ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:০৯, ৯ সেপ্টেম্বর ২০২৫

রূপগঞ্জে বকেয়া বেতন দাবিতে শ্রমিক অসন্তোষ, ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতন ভাতার দাবিতে একটি রপ্তানি মুখে স্টিল মিল কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। উত্তেজিত শ্রমিকরা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে করে সড়কের উভয়দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার  আড়িয়াব এলাকায় অবস্থিত প্রিমিয়ার স্টিল রি রোলিং মিলস প্রাইভেট লিমিটেডের শ্রমিকদলের মাঝে এ অসন্তোষ দেখা দেয়। বকেয়া বেতন আদায়ের দাবিতে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন শ্রমিকরা। 

বিক্ষুব্ধ শ্রমিকদের অভিযোগ, প্রিমিয়ার স্টিল রি রোলিং মিলস প্রাইভেট লিমিটেড নামক কারখানায় প্রায় দেড়শতাধিক শ্রমিক কাজ করেন। তাদের ৫ মাসের বেতন বকেয়া রয়েছে, যা তাদের আর্থিক সংকট তৈরি করেছে। তারা জানান, বেতন না পেয়ে ঘর ভাড়া পরিশোধ কিংবা স্থানীয় দোকানে ঋণ শোধ করতে পারছেন না, ফলে পরিবার চালানো প্রতিদিনের জন্য কঠিন হয়ে পড়েছে। শ্রমিকরা মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করলেও তাদের বেতন সম্পর্কে কোন সাড়া পাওয়া যাচ্ছে না। বাধ্য হয়ে বিক্ষুব্ধ শ্রমিকরা প্রথমে কারখানার ভেতরে মালিকপক্ষের কাছে বকে বেতন বাধা দাবি শুরু করেন। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার ভেতরেই বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে শ্রমিকরা কারখানার সামনে ঢাকা সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে রাখেন।
 অবরোধের পর শ্রমিকদের পক্ষে স্থানীয় প্রশাসনসহ কয়েকজনের সঙ্গে কারখানার মালিক আবুল কালামের সাথে আলোচনা করেন। ওই আলোচনার পর মালিকপক্ষ আগামী ১১ সেপ্টেম্বরের  মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন ভাতা পরিশেষ করবে বলে আশ্বস্ত করলে শ্রমিকরা অবরোধ তুলে নেন। 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম বলেন, শ্রমিকদের দাবি মালিকপক্ষ মেনে নিয়েছে। শ্রমিকরা তাদের কর্মস্থলে ফিরে গেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।