মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

|

ভাদ্র ২৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

পি আর এর দাবিতে ১২ তারিখের গণসমাবেশে জনতার ঢল নামবে: মাসুম বিল্লাহ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:০০, ৮ সেপ্টেম্বর ২০২৫

পি আর এর দাবিতে ১২ তারিখের গণসমাবেশে জনতার ঢল নামবে: মাসুম বিল্লাহ

মুফতি মাসুম বিল্লাহ

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন,  পি আর পদ্ধতিতে নির্বাচন এখন দেশের জনগণের মৌলিক দাবিতে পরিণত হয়েছে। কল্যাণমুখি রাষ্ট্র প্রতিষ্ঠায় পি আর পদ্ধতির বিকল্প নেই। আগামী ১২ সেপ্টেম্বর চাষাড়া শহীদ মিনারে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন, প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার ও জুলাই সনদের আইনী ভিত্তি প্রদান এবং অপরাধী ও খুনিদের দৃশ্যমান বিচারের দাবীতে গণ সমাবেশ অনুষ্ঠিত হবে, ইনশাআল্লহ।

আজ বাদ মাগরিব মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় আরো উপস্থিত ছিলেন, নগর সহ-সভাপতি হাসান ইমাম মুন্সী, সেক্রেটারি সুলতান মাহমুদ, জয়েন্ট সেক্রেটারি ডা. সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, প্রচার ও দাওয়া সম্পাদক বিলাল খান প্রমুখ নেতৃবৃন্দ।

 তিনি আরও বলেন, আগামী ১২ তারিখের গণসমাবেশে জনতার ঢল নামবে, ইনশাআল্লহ। বিভিন্ন ওয়ার্ডে ব্যাপক প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। দায়িত্বশীলগণ দাওয়াতী সভা সহ গণসংযোগ করে যাচ্ছে। আশা করা হচ্ছে ব্যাপক জনসমাগম হবে শুক্রবারের গণসমাবেশে।