মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

|

ভাদ্র ২৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ইভন হত্যায় অভিযুক্ত সাইফুল গ্রেফতার 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৫১, ৮ সেপ্টেম্বর ২০২৫

ইভন হত্যায় অভিযুক্ত সাইফুল গ্রেফতার 

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইর এলাকার নাহিয়ান জয় ইভন হত্যার মূলহোতা সাইফুল ওরফে পাগলা সাইফুলকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। 

সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে ফতুল্লার ইসদাইর ও মাসদাইর এলাকায় যৌথবাহিনী বিশেষ অভিযান চালিয়ে সাইফুলকে রাত ৯টায় গ্রেফতার করা হয়। 

এর আগে গত ৭ সেপ্টেম্বর রাতে ইসদাইর এলাকায় স্টেডিয়ামের নাহিয়ান জয় ইভনকে সাইফুলসহ তার দুই ভাই কুপিয়ে যখম করে ফেলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইভনকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে ফতুলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, ফতুল্লার মাসদাইর থেকে সাইফুলকে যৌথবাহিনী আটক করে আমাকে ফোন দিয়েছে, পুলিশ তাকে থানায় নিয়ে আসছে।