
ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইর এলাকার নাহিয়ান জয় ইভন হত্যার মূলহোতা সাইফুল ওরফে পাগলা সাইফুলকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে ফতুল্লার ইসদাইর ও মাসদাইর এলাকায় যৌথবাহিনী বিশেষ অভিযান চালিয়ে সাইফুলকে রাত ৯টায় গ্রেফতার করা হয়।
এর আগে গত ৭ সেপ্টেম্বর রাতে ইসদাইর এলাকায় স্টেডিয়ামের নাহিয়ান জয় ইভনকে সাইফুলসহ তার দুই ভাই কুপিয়ে যখম করে ফেলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইভনকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ফতুলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, ফতুল্লার মাসদাইর থেকে সাইফুলকে যৌথবাহিনী আটক করে আমাকে ফোন দিয়েছে, পুলিশ তাকে থানায় নিয়ে আসছে।