সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

|

ভাদ্র ২৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মেট্রোরেলের জন্য সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠনের আহ্বান খোরশেদের

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:১১, ৭ সেপ্টেম্বর ২০২৫

মেট্রোরেলের জন্য সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠনের আহ্বান খোরশেদের

বিএনপি নেতা মাকসুদুল আলম খন্দকার খোরশেদ

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেছেন, আজ সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এখানে এসেছেন। আমি তাদের ধন্যবাদ জানাতে চাই। এতে আজ প্রমান হয়েছে সবার আগে নারায়ণগঞ্জ। আমি সাধারণ ছাত্র জনতাকেও ধন্যবাদ জানাই। তারা এটা নিয়ে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন জায়গায় কাজ করছেন। 

রোববার (৭ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জে এমআরটি-২ মেট্রোরেল প্রকল্পে নারায়ণগঞ্জকে সংযুক্ত করার দাবীতে ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ সংগঠনের উদ্যোগে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি বলেন, আমরা আহ্বান জানাই এই ইস্যুতে সর্বদলীয় সংগ্রাম কমিটি গঠন করা হোক। সেখানে ডিসি, নাসিক প্রশাসক, প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক, বিকেএমইএ, বিজিএমইএ, চেম্বার নেতৃবৃন্দকেও সেখানে রাখা হোক। এখানে দেনদরবারের বিষয় রয়েছে। সর্বদলীয় উদ্যোগ নিলে নারায়ণগঞ্জকে বাদ দিয়ে মেট্রোরেলের উদ্যোগ নেয়া সম্ভব নয়।

তিনি আরও বলেন, যারা বলে এই রুট লাভজনক নয় তাদের মনে রাখতে হবে সরকার কোন লাভজনক প্রতিষ্ঠান না। সরকার সেবা দানকারী প্রতিষ্ঠান। 

ওয়াসা নিয়ে তিনি বলেন, আমার আরেকটি দাবী আপনাদের কাছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ওয়াসার মানি মুখে নেয়া যায় না। এই বিষয়টি নিয়েও আপনারা কথা বলুন।

তিনি বলেন, আমরা প্রয়োজনে মেট্রোরেল অফিস ঘেরাও করবো। সেটা আমাদের মাধ্যমে নয়। সর্বদলীয় সংগ্রাম কমিটির মাধ্যমে আমরা এটা করতে চাই।