সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

|

ভাদ্র ২৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

এস. আলম রাজীবের চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে জনসংযোগ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৩২, ৭ সেপ্টেম্বর ২০২৫

এস. আলম রাজীবের চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে জনসংযোগ

চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার হতে গণসংযোগ

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা, দেশের ইতিহাসে সর্বপ্রথম সাইবার রাজনৈতিক সংগঠন 'বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল'-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি, বিএনপি কেন্দ্রীয় কমিটির গণঅভ্যুত্থানঃ২০২৪ ডক্যুমেন্টেশন উপ-কমিটির সদস্য এস. আলম রাজীব কে ষড়যন্ত্রকারীরা সম্প্রতি অপহরণের মিথ্যা অভিযোগে ফাঁসাতে ব্যর্থ হয়ে চাঁদাবাজের নতুন নতুন মিথ্যা ষড়যন্ত্রমূলক অভিযোগের জবাবে সে স্বশরীরে কর্মীসমর্থকদের সাথে নিয়ে আজ নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ থেকে শুরু করে চাষাড়া শহীদ মিনার ও বালুর মাঠ এলাকায় সরকারি জায়গায় গড়ে উঠা ও রাস্তার পাশে দোকানের ব্যবসায়ীদের সাথে চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে গণসংযোগ করেন। এসময় তার কর্মীসমর্থকরা, জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের নেতৃবৃন্দরা ছাড়াও জেলা গণঅধিকার পরিষদ এবং মহানগর যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দরাও উক্ত কর্মসূচীর সাথে একাত্মতা প্রকাশ করে অংশ নেন। 

এ সময় তিনি ব্যবসায়ীদেরকে উৎসাহিত করেন চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার হতে। তিনি বলেন, আপনারা নিজেদেরকে একা ভাববেন না, আপনাদের শক্তি আমরা, আমাদের শক্তি আপনারা।আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই পারে আগামীতে বিএনপি'র ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আমাদের নেতা তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে পরিবর্তিত একটি নতুন বাংলাদেশ গড়তে। আপনারা বৈধ লিজের কাগজবিহীন এবং মেয়াদোত্তীর্ণ লিজধারীদেরকে কোনোধরণের ভাড়া প্রদান থেকে বিরত থাকবেন, এটি জেলা প্রশাসক মহোদয় এবং জেলা পরিষদের পক্ষ থেকেও যৌথ বার্তা আপনাদের প্রতি। কোনোভাবেই কেউ এসে আমার নাম ব্যবহার করে, কিংবা বিএনপির কথিত নামধারী কতিপয় ব্যক্তিরা দলের নাম ব্যবহার করে এসে দোকান ভাড়া বা দখল নিতে চাইলে আমার নাম্বারে ফোন দিয়ে অবহিত করবেন, আমরা প্রশাসনের হস্তক্ষেপে আইনের হাতে তাদের সোর্পদ করবো ইনশাআল্লাহ। যারা বিগত দিনে দোকান অবৈধভাবে দখল করে ভাড়া আদায় করেছে তাদেরকে আপনারা এখনও ভাড়া প্রদান করলে আপনারাও ফ্যাসিস্টদের দোসর হিসেবে গণ্য হবেন এবং চাঁদাবাজদেরকে চাঁদা প্রদান করলে আপনিও চাঁদাবাজকে উৎসাহিত করার অপরাধে অপরাধী, কারণ আপনাদের সেই টাকাই হয়তো নির্বিচারে গুলি করে ছাত্র-জনতা হত্যার খুনীরা আবারো দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করতে এবং নাশকতা সৃষ্টিতে ব্যবহার করবে, আর আপনারাও তখন এতে দায়ী থাকবেন। আমাদেরকে সহযোগিতা করুন এদের বিরুদ্ধে আওয়াজ তুলে এবং তথ্য দিয়ে; ইনশাআল্লাহ আপনাদের নির্বিঘ্নে ব্যবসার নিরাপত্তা আমরা নিশ্চিত করবো।

এরপর এস. আলম রাজীব সকল নেতৃবৃন্দ নিয়ে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা'র সাথে সাক্ষাৎ করতে যান। সম্প্রতি তার বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র, আজকের গণসংযোগ এবং ব্যবসায়ীদের উদ্দ্যেশ্যে তার প্রদত্ত বার্তা সম্পর্কে জেলা প্রশাসককে অবহিত করেন এবং বর্তমান প্রশাসকের নেতৃত্বে শহরে উল্লেখযোগ্য উন্নয়নমূলক কাজের প্রশংসা করেন এবং ধন্যবাদ জানান।

জেলা প্রশাসক এস. আলম রাজীবের বক্তব্য মনোযোগ দিয়ে শুনে ভূয়সী প্রশংসা করে বলেন, আপনার মতো করে এমনভাবে কেউ কথা বলেনি এর আগে, কেউ এভাবে চিন্তাও করেনি। আপনি যেভাবে চিন্তাধারণ করছেন তা প্রকৃতভাবে বাস্তবায়িত হলে সত্যিই আমরা দেশকে পরিবর্তন করতে সক্ষম হবো। আমি আপনার এই কার্যক্রমকে সমর্থন জানালাম।

এরপর এস. আলম রাজীব নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি'র যুগ্ন-আহ্বায়ক এডঃ সরকার হুমায়ুন কবীর-কে ফুলেল শুভেচ্ছা জানাতে জেলা বার ভবনে যান। সাক্ষাৎ করেন জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক এডঃ এইচ এম আনোয়ার প্রধানের সাথে।

আজকের সন্ত্রাস ও চাঁদাবাজের বিরুদ্ধে ব্যাপক এই কর্মসূচিগুলোতে এস. আলম রাজীবের নেতৃত্বে আরো অংশ নেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক, যুবদল নেতা এস. আলম ইসরাৎ, জেলা সাইবার ইউজার দলের আহবায়ক মনোয়ার খান রাজীব, মহানগর সাইবার ইউজার দলের আহবায়ক  গোলাম মোর্শেদ সজল, নারায়ণগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের যুগ্ন-সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ-৪ আসনের গণঅধিকার পরিষদের সংসদ সদস্য মনোয়ন প্রত্যাশী ডাঃ আসিফ মাহমুদ, নারায়ণগঞ্জ মহানগর যুব অধিকার পরিষদের সভাপতি শেখ সাব্বির রাজ, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শুভ ও সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল সহ সাইবার ইউজার দলের জেলা, মহানগর,  বিভিন্ন থানা ও ওয়ার্ড কমিটির অসংখ্য নেতৃবৃন্দ।