
ফাইল ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক,ডাকাত ও ছিনতাইয়ের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। গতকাল সোমবার বিকেলে এশিয়ান হাইওয়ে সড়কের কোবাগা এলাকায় ৫ গ্রামের মানুষ এ কর্মসূচী পালন করা করেন। জামপুর ইউনিয়নের পেঁচাইন, ওটমা, কোবাগা, কাহেনা ও আমবাগ গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সোনারগাঁ উপজেলা বিএনপির ১নং সহ-সভাপতি আল মুজাহিদ মল্লিক, জামপুর ইউনিয়ন পরিষদের সদস্য বদরুজ্জামান বদু, জামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি রবিউল্লাহ মিয়া , জামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি রমজান মিয়া, সমাজ সেবক আব্দুল কাদির, ওয়াসকুরুনি, সামসু মিয়া, রাজিব মিয়া, আনোয়ার হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তরা বলেন, মাদক সকল অপরাধের মূল কারিগর। মাদকের টাকা জোগাড় করতেই ডাকাতি ও ছিনতাইয়ে জড়িয়ে পড়ছে যুবকরা। এছাড়াও উঠতি বয়সের স্কুল কলেজের শিক্ষার্থীরা ভয়াবহ মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে। সবাইকে সচেতন হতে হবে। এসব অপরাধ সমাজকে ধ্বংস করে দিচ্ছে। এসব অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধ করা আমাদের নৈতিক দায়িত্ব।
আগামীতে গ্রামবাসী ঐক্যবদ্ধভাবে মাদক, ছিনতাই ও ডাকাতিসহ অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ করে সুন্দর সমাজ বিনির্মানে কাজ করার অঙ্গিকার করেন।
সম্প্রতি এশিয়ান হাইওয়ে সড়কে ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের ঘটছে। পুলিশ প্রশাসন এসব কর্মকান্ড প্রতিরোধে ব্যর্থ হচ্ছে। ফলে ৫ গ্রামের মানুষ একত্রিত হয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেন।