সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

|

ভাদ্র ২৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিটি করপোরেশন ভাঁওতাবাজি করেছে : মঈনুদ্দিন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:১০, ৮ সেপ্টেম্বর ২০২৫

সিটি করপোরেশন ভাঁওতাবাজি করেছে : মঈনুদ্দিন

ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ বলেছেন, আজকের এই আন্দোলনে আমরা একত্রিত হয়েছি তারা শুধু নারায়ণগঞ্জের নয়। দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এখানে আছে। বৈষম্যহীন দেশ গড়ার যে প্রতিশ্রুতি ছিল তা ক্ষুন্ন হয়েছে। আমি বিশ্বাস করি যারা দেশ পরিচালনা করছেন তারা এ দাবী পূরণ করবেন।

রোববার (৭ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জে এমআরটি-২ মেট্রোরেল প্রকল্পে নারায়ণগঞ্জকে সংযুক্ত করার দাবীতে ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ সংগঠনের উদ্যোগে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি বলেন, আপনারা শুনেছেন আমাদের একটি দাবী। নারায়ণগঞ্জকে মেট্রোরেলের সাথে সংযুক্ত করা। এর বাইরেও আমাদের অনেক দাবী রয়েছে। সিটি করপোরেশন আমাদের সাথে ভাঁওতাবাজি করেছে। 

শীতলক্ষ্যা ব্রিজ হওয়ার কথা ছিল হাজীগঞ্জ ও নবীগঞ্জ এলাকায়। এটা বদলে এমন জায়গায় আনা হয়েছে যার ফলে পুরে শহর অচল হয়ে পড়বে। আমি আপনাদের আহ্বান জানাচ্ছি। আপনারা একত্রিত হয়েছেন। আমাদের দাবী আদায়ের আগ পর্যন্ত আমরা সকলে রাজপথে থাকবো।