বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

|

ভাদ্র ২৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৫১, ৯ সেপ্টেম্বর ২০২৫

আড়াইহাজারে অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডোবার পানিতে ভেসে উঠেছে এক অজ্ঞাত পুরুষের লাশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে রাস্তার ধারে ডোবার মধ্যে লাশটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ডোবার পানিতে লাশটি ভাসতে দেখে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং আশপাশের মানুষ ভিড় জমায়।

আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন জানান, “লাশটি একজন প্রাপ্তবয়স্ক পুরুষের। এটি একটি কাঠের সঙ্গে বাঁধা ছিল এবং অর্ধেক শরীর পানির ওপরে ভাসমান ছিল। তবে দূর থেকে চেহারা স্পষ্টভাবে শনাক্ত করা যায়নি।”

স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধারের চেষ্টা চলছে। উদ্ধার শেষে লাশ মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।