সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

|

ভাদ্র ২৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আমাদের টাকায় মেট্রোরেল করে দিবেন : পন্টি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:০৪, ৭ সেপ্টেম্বর ২০২৫

আমাদের টাকায় মেট্রোরেল করে দিবেন : পন্টি

আফজাল হোসেন পন্টি

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি বলেছেন, দাবী আদায়ে মাঠে না নামলে দাবী আদায় হয় না। এটা বাংলাদেশের কালচার। আমরা দাবী জানানোর পর মন্ত্রণালয় থেকে বলেছে এটা নাকি লাভজনক না। তারা এসি রুমে বসে কলমের খোঁচায় নারায়ণগঞ্জকে বাদ দিয়ে দিল। এই মেট্রোরেল সরকারের টাকায় নয় আমাদের টাকায় হবে। আমাদের টাকায় আমাদের মেট্রোরেল করে দিবেন।

রোববার (৭ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জে এমআরটি-২ মেট্রোরেল প্রকল্পে নারায়ণগঞ্জকে সংযুক্ত করার দাবীতে ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ সংগঠনের উদ্যোগে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি বলেন, সারা বিশ্বে কোথাও মেট্রোরেল লাভজনক নয়। এটা জনগণের সুবিধার জন্য করা হয়। নারায়ণগঞ্জ থেকে প্রতিদিন এক লক্ষ লোক বাসে যাতায়াত করে। মোট সংখ্যাটা হয়ত তিন লক্ষ ছাড়িয়ে যাবে। এটাকে কীভাবে অলাভজনক বলছেন অথচ মুন্সিগঞ্জ ও সাভারকে যুক্ত করা হচ্ছে। ঢাকা নারায়ণগঞ্জ রুট সবচেয়ে লাভজনক রুট।

তিনি বলেন, আমার মনে হয় এই প্রকল্পের সাথে যারা যুক্ত তারা বাস মালিকদের কাছ থেকে টাকা খেয়েছেন। বারবার আমরা দেখেছি বিগত সরকারের আমলে বাস মালিকদের স্বার্থে ট্রেন আটকে দিয়েছে আমাদের সড়ক আটকে দিয়েছে। আমাদের ঢাকা নারায়ণগঞ্জ পুরাত সড়কের কী অবস্থা করে রেখেছে সড়ক ও জনপদ। এগুলোর প্রতিটি ষড়যন্ত্রের অংশ এবং এগুলো টাকা খেয়ে করা হয়েছে। 

নারায়ণগঞ্জকে রক্ষার জন্য আমাদের হরতাল অবরোধের মত কর্মসূচি দেয়ার সময় এসেছে। কারণ এ সরকার ভাল ভাবে কথা বললে কথা শোনে না। প্রয়োজনে আমরা ঢাকার অভিমুখে লংমার্চ করবো।