
ফাইল ছবি
নারায়ণগঞ্জের প্রবীণ ফটো সাংবাদিক ও সাংবাদিক সমাজের প্রিয় মুখ শিপন আহমেদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ- ৪ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন।
এক শোক বার্তায় মুহাম্মদ গিয়াসউদ্দিন মরহুমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে তার রুহের মাগফিরাত কামনা করেন এবং মরহুমের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
উল্লেখ্য, মঙ্গলবার রাত ২টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন শিপন আহম্মেদ।
নারায়ণগঞ্জ শহরের দেওভোগ বড় জামে মসজিদে (শুক্কুরকারী জামে মসজিদ) বেলা সাড়ে ১১টায় প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এরপর দ্বিতীয় জানাযা উত্তর নলুয়া ইসলামিয় মাদ্রাসায় বাদ জোহর অনুষ্ঠিত হওয়ার পর তাকে পাইকপাড়া বড় কবরস্থানে দাফন করা হয়।