
দাউদপুর ইউনিয়নে বিএনপির জনসভা
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি সুলতান মাহমুদ বলেছেন, ৩১ দফার প্রতিটি দফা নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি। নির্বাচন বানচাল করতে অনেকে উঠে পড়ে লেগেছে। আমরা এই ৩১ দফা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিচ্ছি।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নে বিএনপির জনসভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, আপনারা জানেন আজ আমাদের ৩১ দফা কর্মসূচির জন্য এই কর্মসূচি। আজ দিপু ভূঁইয়ার নেতৃত্বে দাউদপুরের সর্বস্তরের মানুষ এই জনসভায় অংশ নিচ্ছে। আমি দাউদপুরের সন্তান হিসেবে আমি দিপু ভূঁইয়ার পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাচ্ছি।
তিনি বলেন, মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। বাংলাদেশের মানুষ গত ষোল বছর যে নিপীড়নের শিকার হয়েছে। বিএনপি ক্ষমতায় আসলে আমরা দেশকে সমৃদ্ধ ও শক্তিশালী করার জন্য ও দুর্নীতি মুক্ত সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়বো।