
বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ” এ স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বুধবার উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে শিক্ষার্থী ও অতিথিরা হাত ধোয়া কর্মসূচিতে অংশগ্রহণ করেন। পরে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আয়েশা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমান, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা আঃ জব্বার, প্রকল্প কর্মকর্তা শারমিন আক্তার,আড়াইহাজার পৌর নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ মোস্তফা কামাল।