বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

|

আশ্বিন ২৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সুসময়ের কোকিল বলে মেম্বার চেয়ারম্যান হবার যোগ্যতা নাই : রেজা রিপন 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১০:৩৭, ১৫ অক্টোবর ২০২৫

আপডেট: ১০:৩৯, ১৫ অক্টোবর ২০২৫

সুসময়ের কোকিল বলে মেম্বার চেয়ারম্যান হবার যোগ্যতা নাই : রেজা রিপন 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেছেন, সুসময়ে অনেক মৌমাছি এসেছে মধু খেতে। আসেন না ভাই মিলেমিশে খান। যারা আন্দোলন সংগ্রাম করেছে তাদের হকটা তো আগে। তাদের আগে খাইতে দেন। যেই মনোনয়ন পাক, দলীয় নেতাকর্মীদের কাছে নির্বাচনের জন্য আসতে হবে৷ ওই সুসময়ের কোকিলদের দিয়ে কাজ হবে না। ভাত ছিটালে কাকের অভাব হয় না, তবে ভাত ছিটালে বাজপাখি ও ঈগল পাওয়া যায় না।

মঙ্গলবার (১৪ অক্টোবর) ৩১ দফা বাস্তবায়নে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি বলেন, আমরা নিজের খাইয়া ধানের শীষ। আপনারা দলের জন্য এখানে এসেছেন এজন্য আপনাদের ধন্যবাদ। গত ষোল বছরে শেখ হাসিনা খাল বিল সব খেয়ে ফেলেছে। আমাদের ইতিহাস এমন ভাবে বিকৃত করেছে বাচ্চারা জানেই না শহীদ জিয়া কে।

আমাদের নেতা তারেক রহমানের কথা সবার আগে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ। আমাদের সবার আগে এ দেশটাকে মেরামত করতে হবে। সে লক্ষ্যেই এই ৩১ দফা দিয়েছেন তারেক রহমান। 

নির্বাচন করতে এসে বলে নেতাকর্মীরা শুধু ত্যাগের কথা বলে। বলবে না কেন। তারা জেল জুলুমের শিকার হয়েছে। তারা ত্যাগের কথা বলবে না, সুসময়ের কোকিল ত্যাগের কী মূল্য বুঝবে। আমাদের এক মনোনয়ন প্রত্যাশী বলে মেম্বার চেয়ারম্যান হওয়ার নাকি যোগ্যতা নেই। কী বললো এটা! ৩৫ বছর ধরে রাজনীতি করি। সেনাবাহিনী থেকে সেসময় যদি ফেরত না আসতাম তাহলে তো ব্রিগেডিয়ার হতাম, আপনি স্যালুট দিতেন। ১৭ বছর বয়স হতে আমরা এমপি বানাই।