বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

|

আশ্বিন ২৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

কুতুবপুরকে সিটিতে অন্তর্ভুক্ত করতে লিগ্যাল নোটিশ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১০:০০, ১৫ অক্টোবর ২০২৫

কুতুবপুরকে সিটিতে অন্তর্ভুক্ত করতে লিগ্যাল নোটিশ

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর ইউনিয়নকে সম্পূর্ণরূপে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার জন্য স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও  নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক সহ ৫ জনকে বিবাদী করে লিগাল নোটিশ প্রেরণ করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও কুতুবপুরের বাসিন্দা এ্যাডভোকেট মোঃ মাহবুবুর রহমান খান। 

মঙ্গলবার (১৪ অক্টোবর) এই লিগ্যাল নেটিশ প্রেরণ করা হয়।

নোটিশে তিনি আগামী তিন কার্য দিবসের মধ্যে কুতুবপুরকে সম্পূর্ণরূপে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ করেছেন। অন্যথায় বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী উচ্চ আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন।

লিগ্যাল নোটিশে তিনি কুতুবপুর কে সম্পূর্ণরূপে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার যুক্তি তুলে ধরে আরো বলেছেন, গত ০৬ অক্টোবর, ২০২৫ তারিখে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক স্মারক নং- ০৫.৪১,৬৭০০,৭০১.০৩.০৪৬,১৭,৪৯৪ অনুযায়ী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা সম্প্রসারণ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। উক্ত প্রজ্ঞাপনের মাধ্যমে নারায়ণগঞ্জ সদর, বন্দর ও সোনারগাঁ উপজেলার কয়েকটি ইউনিয়ন এবং কয়েকটি ইউনিয়নের অংশবিশেষ সিটি কর্পোরেশনের আওতায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে, যার মধ্যে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের আংশিক অংশকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

প্রশাসনিক প্রেক্ষাপট ও বৃহত্তর জনস্বার্থ বিবেচনায় কুতুবপুর ইউনিয়নের অংশ বিশেষের পরিবর্তে সম্পূর্ণ অংশকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আওতায় অন্তর্ভুক্ত করাই যৌক্তিক, প্রয়োজনীয় ও সময়োপযোগী পদক্ষেপ। বর্তমান প্রজ্ঞাপনের প্রস্তাবনা বাস্তবায়ন হলে কুতুবপুর ইউনিয়ন তিনদিকে ঢাকা ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন দ্বারা পরিবেষ্টিত হবে এবং অন্যদিকে বুড়িগঙ্গা নদী অবস্থিত। ফলে কুতুবপুর ইউনিয়ন প্রশাসনিকভাবে বিচ্ছিন্ন ও কার্যত সিটি কর্পোরেশনের পরিসেবার বাইরে রয়ে যাবে। একই ইউনিয়নের কিছু অংশকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত রেখে বাকি অংশকে ইউনিয়ন পরিষদের আওতায় রাখলে প্রশাসনিক জটিলতা ও নাগরিক সেবায় ব্যাঘাত ঘটবে। তিন দিকে সিটি কর্পোরেশন দ্বারা পরিবেষ্টিত হলে এর জীবনধারা সিটি কর্পোরেশনের জীবনধারা দিয়ে প্রভাবিত হবে। সেক্ষেত্রে ইউনিয়নের সুযোগ সুবিধা নিয়ে সিটি কর্পোরেশনের জীবনমান নির্বাহ কঠিন হয়ে পড়বে এবং জীবনযাত্রায় অসামঞ্জস্যতা দেখা দিবে।

কুতুবপুর ইউনিয়ন অর্থনৈতিক ও সামাজিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে রয়েছে শিল্প-বাণিজ্য, নির্মাণসামগ্রী ব্যবসা, বিভিন্ন আবাসিক এলাকা ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। কুতুবপুরে বিজিবির একটি ব্যাটালিয়ন অবস্থিত এবং মুন্সিখোলা ও আশপাশের এলাকা বাণিজ্যিকভাবে বিশেষ গুরুত্বপূর্ণ। এখানে প্রায় ৩ (তিন) লক্ষাধিক লোকের বসবাস। একটি ইউনিয়ন পরিষদের সীমিত বাজেট ও জনবল দিয়ে এই বিশাল জনসংখ্যাবহুল অঞ্চলের উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার, বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপত্তা ও জনস্বাস্থ্য রক্ষা করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

কুতুবপুর ইউনিয়নের অধিকাংশ রাস্তাঘাট চলাচলের অনুপযোগী, বজর্জ্য নিষ্কাশন ব্যবস্থা অকার্যকর, স্বাস্থ্যসেবা ও শিক্ষা প্রতিষ্ঠান অপর্যাপ্ত, এবং কর্মসংস্থান সংকট প্রকট। এছাড়া প্রায় সারা বছর অনেক এলাকা জলাবদ্ধ থাকে। এই অবস্থায় 
ইউনিয়নের বিপুল জনসংখ্যার জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কুতুবপুর সিটি কর্পোরেশনের সন্নিকটে অবস্থিত হওয়ায় প্রশাসনিক সংযোগ, অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে এ ইউনিয়নকে সম্পূর্ণরূপে সিটি কর্পোরেশনের আওতাভুক্ত করার পদক্ষেপ গ্রহণ জরুরি।

প্রস্তাবিত আকার ও প্রকারে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা নির্ধারণ করা হলে সিটি কর্পোরেশন বেষ্টিত কুতুবপুর ইউনিয়ন বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং উপজেলা ব্যবস্থায়ও বিশৃঙ্খলা দেখা দিবে। নারায়ণগঞ্জ সদর উপজেলায় তখন মাত্র ৩ টি ইউনিয়ন থাকবে এবং কুতুবপুর থেকে অন্য ইউনিয়নের সাথে কোনো সীমানা বা সংযোগ থাকবে না। এই অবস্থায় উপজেলা পরিষদ গঠনও কঠিন হয়ে পড়বে।

কুতুবপুর ইউনিয়নকে সিটি কর্পোরেশনের আওতায় অন্তর্ভুক্ত করা হলে উন্নত অবকাঠামো ও সিটি প্রশাসনের আর্থিক সক্ষমতার কারণে রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থা দ্রুত উন্নত হবে, বিনিয়োগ বৃদ্ধি পাবে, কর্মসংস্থান সৃষ্টি হবে, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালু হবে, নাগরিক সেবা যেমন। পানি, স্বাস্থ্য, শিক্ষা, আলোকায়ন ও নিরাপত্তা নিশ্চিত হবে। ফলে জনজীবনে এক সুদূরপ্রসারী ইতিবাচক পরিবর্তন আসবে।

নোটিশে তিনি আরও জানান ব্যস্তবতা, যুক্তি ও বৃহত্তর জনস্বার্থের প্রেক্ষিতে এই লিগ্যাল নোটিশের মাধ্যমে আপনারা নোটিশ গ্রহিতাদের অবগত করা যাচ্ছে যে, নোটিশ প্রাপ্তির ৩ (তিন) দিনের মধ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নকে সম্পূর্ণরূপে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আওতাভুক্ত করার জন্য প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন।