শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

|

কার্তিক ৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বৈষম্যহীন আধুনিক না.গঞ্জ গড়ার প্রতিশ্রুতি আল আমিনের

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:০০, ২৪ অক্টোবর ২০২৫

বৈষম্যহীন আধুনিক না.গঞ্জ গড়ার প্রতিশ্রুতি আল আমিনের

ফাইল ছবি

দেশের মোট রাজস্বের সিংহভাগ যোগান দেয় নারায়ণগঞ্জের শিল্পনগরী বিসিক এলাকা, অথচ উন্নয়নের দিক থেকে বরাবরই অবহেলিত নারায়ণগঞ্জ-৪ আসন। শিক্ষা, চিকিৎসা, যানবাহন, নিরাপত্তা সর্বত্রই রয়েছে সংকট। নিত্যদিনের বাস্তবতায় মাদক, হত্যা, ভূমি দস্যুতা ও চাঁদাবাজি যেন এখন এখানকার স্বাভাবিক ঘটনা। উপরন্তু যুগের পর যুগ জলাবদ্ধতার অভিশাপে জর্জরিত এই অঞ্চল, যেখানে দেশের অন্যতম ধনী জনগোষ্ঠী বসবাস করলেও নাগরিক সেবার মান রয়ে গেছে নামমাত্র।

এই অব্যবস্থাপনা ও বৈষম্যের বিরুদ্ধে সুষম উন্নয়ন ও আধুনিক নারায়ণগঞ্জ গড়ে তুলতে জনগণের পাশে থাকার অঙ্গীকার করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, বৈষম্যহীন ও বসবাসযোগ্য নারায়ণগঞ্জ গড়াই এখন সময়ের দাবি, আর সেই লক্ষ্যে এনসিপি জনগণের কণ্ঠস্বর হয়ে কাজ করছে।

এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব, শৃঙ্খলা কমিটির প্রধান এবং নারায়ণগঞ্জ জেলা কমিটির প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেন, “আমরা চাই উন্নয়নের সমান অধিকার, সেবা ও নিরাপত্তায় সমৃদ্ধ এক আধুনিক নারায়ণগঞ্জ। দীর্ঘদিনের অবহেলা ও বৈষম্যের শিকার এই শিল্পাঞ্চলকে নতুনভাবে গড়ে তোলা এখন অপরিহার্য। জনগণের প্রত্যাশা পূরণে আমি আমার সর্বোচ্চটা দিতে প্রস্তুত।”

তিনি আরও বলেন, “আমরা এমন এক নারায়ণগঞ্জ চাই, যেখানে তরুণরা মাদক নয়, স্বপ্নে বড় হবে। যেখানে প্রতিটি নাগরিক নিরাপত্তা ও মর্যাদা নিয়ে বাঁচবে। শিক্ষা ও চিকিৎসা হবে সবার অধিকার, নাগরিক সেবা হবে মানুষের দোরগোড়ায়।”

জুলাই মাসের গণঅভ্যুত্থানের প্রথম সারির যোদ্ধা হিসেবে পরিচিত এই তরুণ আইনজীবী ইতোমধ্যেই জাতীয় পর্যায়ে নিজের দূরদর্শিতা, নেতৃত্ব ও সাহসিকতার স্বাক্ষর রেখেছেন। একাধিকবার কারা নির্যাতনের শিকার হয়েও জনগণের অধিকারের প্রশ্নে আপসহীন অবস্থান ধরে রেখেছেন তিনি।

অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেন, “আমি নারায়ণগঞ্জের সন্তান। এই অঞ্চলের মানুষ আমাকে তাদের ভালোবাসা দিয়েছেন, অনুপ্রেরণা দিয়েছেন। আমি তাদের বিশ্বাসের মর্যাদা রাখতে চাই। আপনারা দোয়া ও সমর্থন দিন, আমরা সবাই মিলে বৈষম্যহীন, আধুনিক ও নাগরিকবান্ধব নারায়ণগঞ্জ গড়ে তুলব।”

তিনি জনগণের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, “এই পরিবর্তনের যাত্রায় সবাইকে এক হতে হবে। রাজনৈতিক বিভাজন নয়, ঐক্যবদ্ধ নাগরিক শক্তিই পারে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক সুন্দর, সুশৃঙ্খল ও নিরাপদ নারায়ণগঞ্জ উপহার দিতে।”

অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনের নেতৃত্বে এনসিপি ইতোমধ্যে নারায়ণগঞ্জ-৪ আসনের বিভিন্ন এলাকায় জনগণের সঙ্গে মতবিনিময় সভা ও নাগরিক সংলাপ শুরু করেছে। তরুণ সমাজ, শ্রমজীবী মানুষ ও পেশাজীবীদের অংশগ্রহণে এসব কর্মসূচিতে উন্নয়ন ও নাগরিক অধিকারের নানা দিক উঠে আসছে।

নিজেকে জনগণের সেবক হিসেবে অভিহিত করে এনসিপি নেতা আল আমিন বলেন, “আমাদের রাজনীতি ক্ষমতার নয়, সেবার রাজনীতি। আমি চাই প্রতিটি ঘরে আলো জ্বলুক, প্রতিটি পরিবারে নিরাপত্তা ও হাসি ফিরে আসুক। এ জন্য আমি সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

তিনি আশাবাদ ব্যক্ত করেন, নারায়ণগঞ্জবাসীর ঐক্য ও সচেতনতা এই অঞ্চলের ইতিহাস পাল্টে দেবে, আর জাতীয় নাগরিক পার্টি সেই পরিবর্তনের অগ্রভাগে থাকবে।