
ফাইল ছবি
ক্যাসিনোকাণ্ডে আলোচিত সেলিম প্রধানকে গুলশান থানার সন্ত্রাস বিরোধ আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তদন্ত কর্মকর্তার আবেদনে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমানের আদালত আজ বুধবার (২২ অক্টোবর) শুনানি নিয়ে এই আদেশ দিয়েছেন।
এদিন আদালত থেকে নামানোর সময় দেখা গেছে, সেলিম প্রধান একেবারেই দাঁড়াতে পারছেন না। পুলিশ তাকে টেনে তুলে দাঁড় করানোর চেষ্টা করছেন। এসময় একজন সেলিমকে উদ্দেশ্য করে বলেন, ‘ভাই অভিনয় ভালো হচ্ছে না’। এসময় অনেককে হাসাহাসি করতেও দেখা গেছে।
পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাংবাদিকদের বলেন, ‘সেলিম প্রধান যখন আদালতে বক্তব্য দিচ্ছিলেন, তখন তাকে অত্যন্ত সুস্থ, স্বাভাবিক ও শক্তিশালী মনে হয়েছে। কিন্তু যখন পুলিশ তাকে নিয়ে যাচ্ছিলেন তখন দেখা গেছে—তিনি পড়ে যাচ্ছেন... হাঁটতে পারছেন না। তিনি অসুস্থতার ভান করছেন। তারা আদালতে এসে আদালতকে বিভ্রান্ত করার জন্য এবং সাংবাদিকদের বিভ্রান্ত করার জন্য বিভিন্ন রকম মিথ্যা তথ্য দিয়ে থাকেন। জুলাই আন্দোলন নাকি তিনিই শুরু করেছেন, শামীম ওসমানকে নাকি তিনিই তাড়িয়েছেন, তাহলে নারায়ণঞ্জের ‘গডফাদার’ শামীম ওসমানকে তাড়ানোর জন্য কত বড় সন্ত্রাসী হতে হয় তাকে! সুতরাং তারা আদালতে এসে যেসব বক্তব্য দিচ্ছেন তা মনগড়া ও ভিত্তিহীন।’
আজ শুনানিতে নিজেকে নির্দোষ দাবি করেন সেলিম প্রধান। নিজেকে কেবলই ব্যবসায়ী দাবি করে আওয়ামী লীগ সরকারের কর্তাব্যক্তিদের সঙ্গে সম্পৃক্ততার কথা অস্বীকার করেন। জুলাই আন্দোলনেও তিনি সম্পৃক্ত ছিলেন বলে আদালতে দাবি করেন।
আদালতে দুই মিনিট কথা বলার অনুমতি পান সেলিম প্রধান। রাষ্ট্রপক্ষের বক্তব্যের পর তিনি বলেন, “…পৃথিবীর কোনো শক্তি নাই যে প্রমাণ করতে পারবে, পৃথিবীর কোনো ব্যক্তির জন্ম হয় নাই বলতে পারবে সেলিম প্রধান কোনো অপরাধ করেছে। আমি ব্যবসায়ী। ব্যবসা করতে দেন নাই। আমি সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে মামলা করেছি। রূপগঞ্জে আমি গাজীর বিরুদ্ধে লড়াই করেছি। সেই গাজীর লোক এখনো রুপগঞ্জে আছে। তারা এখনো সেই ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। জুলাই মাসে আমিই প্রথম যুদ্ধ চালু করি। প্রতিদিন রাস্তায় ছিলাম।”
তিনি বলেন, “আমি প্রফেসর ইউনুসকে দেখেছি। আমি চাই, বাংলাদেশ ভালো হোক। পুলিশ ও কিছু লোকজন ভালো না হলে আমাদের কোনো উন্নতি হবে না। উনি (রাষ্ট্র পক্ষের আইনজীবী) এ জায়গায় (আদালতে) দাঁড়িয়ে মিথ্যা কথা বলেন। শামীম ওসমানকে গালাগালি করেছি আমি। এরা একটা চক্র। আমি সন্ত্রাসী না। রূপগঞ্জের সন্ত্রাস আমি তাড়িয়েছি।”
সেলিম প্রধানের এ বক্তব্যের পর বিচারক বলেন, “জামিন শুনানির সময় আপনি এসব কথা বলবেন।”
রাজধানীর বারিধারায় সীসা বার পরিচালনার অভিযোগে গত ৬ সেপ্টেম্বর সেলিম প্রধানসহ ৯ জনকে গ্রেপ্তার করে পুলিশ।