বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

|

কার্তিক ৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণের দায়ে জরিমানা ৭০ হাজার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:১৩, ২৩ অক্টোবর ২০২৫

নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণের দায়ে জরিমানা ৭০ হাজার

ফাইল ছবি

নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান পরিচালনা ০১টি প্রতিষ্ঠানের বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন ৭০ হাজার- টাকা জরিমানা আদায়:

নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ উৎপাদনকারী ও মজুদকারী ০১ টি প্রতিষ্ঠান থেকে প্রায় ৮২৫কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ এবং ৭০,০০০/- (সত্তর হাজার ) টাকা জরিমানা আদায় করা হয় এবং বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করা হয়।

২৩/১০/২০২৫ তারিখ বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জনাব টি.এম রাহসিন কবির এর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা এবং র‌্যাব-১১ এর সমন্বয়ে গঠিত একটি টীম কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের উৎপাদন ও মজুদকরণ রোধকল্পে পলিথিন উৎপাদনকারী কারখানায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো: রাসেল মাহমুদ প্রসিকিউশন প্রদান করেন।

অভিযানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের উৎপাদন ও মজুদকরণ রোধকল্পে, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬ক ধারা লংঘন ১৫(১) মোতাবেক কাশিপুর, ফতু্ল্লা, নারায়ণগঞ্জ এ অবস্থিত নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ উৎপাদনকারী ও মজুদকারী ০১টি প্রতিষ্ঠান থেকে প্রায় ৮২৫ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ ও প্রতিষ্ঠানটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নসহ বৈদ্যুতিক মিটার খুলে ফেলা হয় এবং ৭০,০০০/- (সত্তর হাজার ) টাকা জরিমানা আদায় করা হয়। প্রতিষ্ঠানটি হলো:এস. এম প্যাকেজিংকাশিপুর, ফতু্ল্লা, নারায়ণগঞ্জ।৭০,০০০/- (সত্তর হাজার) টাকা৮২৫কেজিনারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের উৎপাদনকারী, মজুদকারী, প্রদর্শনকারী, ব্যবহার ও বাজারজাতকরণ রোধকল্পে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।