শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

|

কার্তিক ৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে গরুসহ ৩ চোর আটক

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৫৫, ২৩ অক্টোবর ২০২৫

বন্দরে গরুসহ ৩ চোর আটক

ফাইল ছবি

বন্দরে গরু চুরি ঘটনায় জড়িত থাকার অপরাধে পিকআপ চালক ও হেলপারসহ  ৩ গরু চোরকে আটক করেছে পুলিশ। ওই সময়  আটককৃত চোরদের তথ্যের ভিত্তিতে থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোরাইকৃত ১টি বাছুর গরু উদ্ধারসহ  চোরাই কাজে ব্যবহৃত ঢাকা মেট্রো ন  ২১-৬১৯৮ নাম্বারের একটি পিকআপ গাড়ীটি জব্দ করতে সক্ষম হয় পুলিশ ।

আটককৃত গরু চোররা হলো, নরসিংদী জেলার মাধবদী থানার উত্তর চর বাসানিয়া এলাকার মৃত মানু মিয়ার ছেলে পিকআপ চালক কামাল (৪০) কুমিল্লা জেলার দাউদকান্দি থানার লক্ষীপুর হকারবাড়ী এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে হেলপার জাহিদ হাসান (৩৬) ও  সোনারগাঁ থানার ভরি বাড়ি এলাকার কারী আফসার উদ্দিন মিয়ার ছেলে মোহাম্মদ অলী উল্ল্যাহ (৫৫)।

এ ঘটনায় ক্ষতিগ্রস্থ গরু মালিক রোমান মিয়া বাদী হয়ে আটককৃত ৩ গরু চোরসহ ৭ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং-  ৪৪(১০)২৫।

পুলিশ ধৃতদের বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

গত বুধবার (২২ অক্টোবর)  বিকেলে পুলিশ এলাকাবাসী সহযোগিতা  বন্দর উপজেলার লাঙ্গলবন্ধস্থ বনলতা পেট্রোল পাম্পের সামনে থেকে চোরাইকৃত গরু বহনকৃত পিকআপ গাড়ীটি জব্দসহ এদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

এর আগে গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিবাগত রাত পৌনে ৩টায় বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের চর ইসলামপুর এলাকায় এ চুরি ঘটনাটি ঘটে।

মামলার তথ্য সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের চর ইসলামপুর এলাকার আয়নাল হকের ছেলে রোমান কৃষিকাজের পাশাপাশি দীর্ঘদিন ধরে গরু পালন করে আসছে।

প্রতিদিনের ন্যায় গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সাড়ে ১০টায় মামলার বাদীসহ তার পরিবারের লোকজন রাতের খাওয়া দাওয়া শেষে গোয়াল ঘরে ৬টি গরু রেখে যে যার ঘরে ঘুমিয়ে পরে। ওই সুযোগে একই রাত আনুমানিক পৌনে ৩টায়  আটককৃত পিকাপ চালক কামাল, হেলপার  জাহিদ হাসান ও অলি উল্যাহসহ পলাতক চোর কুমিল্লা জেলার তিতাস থানার ইব্রাহিম মিয়ার ছেলে নাঈম, সোনারগাঁ থানার হাতুরা পাড়া এলাকার মাসুদ, বাসাবো এলাকার মতিন পিয়নের ছেলে এমদাদুল ও সালেকসহ চোরের দল রোমান মিয়ার গোয়াল ঘরে  থাকা একটি কালো-সাদা মিশ্রিত রংয়ের অস্ট্রেলিয়ান গাভী যার মূল্য ২৯৫,০০০/- টাকা, একটি কালো রংয়ের ক্রস জাতের গাভী যার মূল্য ১,৯০,০০০/- টাকা, একটি কালো রংয়ের ক্রস জাতের দামরী বাচ্চা যার  মূল্য ৬০,০০০/- টাকা, একটি লালচে রংয়ের ক্রস জাতের ষাড় গরুর বাচ্চা, মূল্য ৪০,০০০/- টাকা, যাহার সর্বমোট মূল্য ৭.৯৫,০০০/- টাকার গরু গুলো চুরি করেঢাকা মেট্রো-ন-২১-৬১৯৮ নাম্বারে পিকআপ যোগে পালিয়ে যায়।

এর ধারাবাহিকতা গত বুধবার বিকাল পৌনে ৫টায় ক্ষতিগ্রস্থ গরু মালিক রোমানসহ তার আত্মীয় সোলাইমান, জাহিদ হাসান পাপ্পু বন্দর থানার লাঙ্গলবন্দ বনলতা পেট্রল পাম্পের বিপরীত পাশে একটি খাবার হোটেলে খেতে বসে। পরে তারা বনলতা পেট্রল পাম্পের সামনে নীল ও হলুদ রংয়ের পিকআপ গাড়ি, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ন-২১-৬১৯৮ টি দেখতে পেয়ে  থানা পুলিশকে সংবাদ দেয়। পরে বন্দর থানার পুলিশের সহায়তায় ১ ও ২নং আসামীদ্বয়কে আটক করি। আটককৃতরা রোমান মিয়ার গোয়াল ঘর থেকে বড় ছোট মোট ৫টি গরু চুরির কথা স্বীকার করে। পরে আটককৃত চোরদের তথ্যের ভিত্তিতে  ৩নং আসামীর বসত বাড়িতে বাদীর শনাক্তমতে চুরি যাওয়া একটি কালো রংয়ের ক্রস জাতের গাভী ও চোরাই কাজে ব্যবহৃত পিকআপ জব্দ করে।