বুধবার, ২২ অক্টোবর ২০২৫

|

কার্তিক ৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

গতি নিয়ন্ত্রণ না করলে জীবন নিয়ন্ত্রণ করবে গতি: ডিসি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:২১, ২২ অক্টোবর ২০২৫

গতি নিয়ন্ত্রণ না করলে জীবন নিয়ন্ত্রণ করবে গতি: ডিসি

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা

গতিকে নিয়ন্ত্রণ করতে না পারলে গতিই জীবনকে নিয়ন্ত্রণ করবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

তিনি বলেন, মানুষের সচেতনতাই পারে জীবনকে রক্ষা করতে। যত আইন, শাস্তি বা জরিমানাই হোক না কেন, নিজেরা সচেতন না হলে দুর্ঘটনা রোধ করা সম্ভব নয়।

বুধবার (২২ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিসি এ কথা বলেন। 

এ বছরের প্রতিপাদ্য বিষয় ছিল— ‘মানসম্মত হেলমেট, নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’।
ডিসি জাহিদুল ইসলাম মিঞা দুঃখ প্রকাশ করে বলেন, "মানুষ প্রেসার বাড়ার ভয়ে লবণ খেতে ভয় পায়, ডায়াবেটিসের ভয়ে চিনি খেতে ভয় পায়— কিন্তু জীবন হারানোর ভয় পায় না। তাই এখনও অনেকেই হেলমেট পরতে অনীহা দেখায়। এটা অত্যন্ত দুঃখজনক।"

ড্রাইভারদের উদ্দেশ্যে তিনি বলেন, "গাড়ি চালানোর সময় বুঝে নিন, আপনি শুধু গাড়ি চালাচ্ছেন না, আপনি অনেক জীবনের নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন। একটি দুর্ঘটনায় একটি পরিবার ধ্বংস হয়ে যেতে পারে। তাই তাড়া নিয়ে গাড়ি চালাবেন না। নির্দেশিত গতির চেয়ে কম গতিতে চালান, কিন্তু কখনও বেশি নয়।" তিনি উপস্থিত সবাইকে মানসম্মত হেলমেট পরিধান ও নিরাপদ গতি মেনে চলার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জি.) মো. মাহবুবুর রহমান, নিরাপদ সড়ক চাই (নিসচা) নেতা মো. জামান মিয়া, নিরাপদ সড়ক আন্দোলনের জেলা নেতা রাকিবুল ইসলাম হিমেল, জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সেলিম মিয়া এবং জেলা বাস মালিক সমিতির নেতা মো. রওশন আলী সরকার।

বক্তারা বলেন, নিরাপদ সড়ক নিশ্চিতে সচেতনতা বৃদ্ধি, প্রশিক্ষিত চালক তৈরি এবং ট্রাফিক আইন মেনে চলাই দুর্ঘটনা রোধের একমাত্র উপায়।