বুধবার, ২২ অক্টোবর ২০২৫

|

কার্তিক ৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে দিপু ভুইয়ার বাড়িতে মিলনমেলা, জনতার ঢল

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:২৫, ২২ অক্টোবর ২০২৫

আপডেট: ১৯:২৬, ২২ অক্টোবর ২০২৫

রূপগঞ্জে দিপু ভুইয়ার বাড়িতে মিলনমেলা, জনতার ঢল

মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসময় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ দেখা গেছে। 

বুধবার (২২ আগষ্ট) বিকেলে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। 

এসময় বৈঠকে এলাকার স্থানীয়রা দল বেঁধে অংশ নেন। দিপু ভূঁইয়ার আগমনের খবরে আশপাশের গ্রাম ও পাড়া-মহল্লা থেকে শতশত নারী পুরুষ উঠান বৈঠকে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন।

এসময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দ্যেশ্যে দিপু ভূঁইয়া বলেন, তোমরা রাজনীতির দিকে যাচ্ছো এটা ভাল লেগেছে দেখে। আমিও তোমাদের বসয়েই রাজনীতিতে এসেছি। রাজনীতিতে কীভাবে মানুষের কল্যান করা যায় তার জন্য সকল বয়সের মানুষ দরকার। আমাদের সমাজ কীভাবে মাদক মুক্ত হবে, কীভাবে আমাদের সমাজ সুন্দর হবে নারীরা নিরাপদে থাকবে সেটা আমরা চাই। আমরা সকলে মিলে তোমাদের নিয়ে এমন সমাজ গড়ে তুলবো।

এসময় বৈঠকে অংশ নেয়া স্থানীয় মানুষেরা নিজেদের এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। স্থানীয়দের সমস্যা ও নানা অভিযোগ নিয়ে আগামীতে কাজ করার আশ্বাস দেন দিপু।