
ফাইল ছবি
নারায়ণগঞ্জ শহরের খানপুর মেনরোড এলাকায় এক প্রভাবশালী মহলের টর্চার সেলে আবু হানিফ (৩০) নামের নাইট গার্ডকে বাসা থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২২ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ।
এর আগে গত সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত খানপুর ও আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- নবাব সিরাজউদ্দৌলা রোডের সফিকুল ইসলাম মুন্নার ছেলে মুশফিকর রহমান জিতু (২৯) ডন চেম্বার মোবারক ভিলার ভারাটিয়া ফরচানের ছেলে সাইদুল ইসলাম (২৬) ও মো: বাহার (৩২)।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার (ওসি) মোহাম্মদ নাছির উদ্দিন জানান, নাইটগার্ড আবু হানিফের ছোট ভাই হযরত আলী বাদি হয়ে মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ওই মামলায় এখন পর্যন্ত জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।