শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

|

কার্তিক ৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নেতাকর্মীদের ধৈর্য্য ধরার আহ্বান কালামের

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:২৩, ২৪ অক্টোবর ২০২৫

নেতাকর্মীদের ধৈর্য্য ধরার আহ্বান কালামের

নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালাম

নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, আমি নেতাকর্মীদের অনুরোধ করবো আমাদের দলের ভেতর যেন কোন ভেদাভেদ না থাকে৷ প্রার্থীতা নিয়ে যেন দুশ্চিন্তা না থাকে। এটি দলের সিদ্ধান্তের ব্যাপার। আমরা ধানের শীষের পক্ষে থাকবো। আমি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাবো আপনারা ধৈর্য্য ধরে থাকুন। ইনশাল্লাহ আমরা কামিয়াব হতে পারবো।

শুক্রবার (২৪ অক্টোবর) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৬ ও ১৭ নং ওয়ার্ডে বিএনপির রাষ্ট্র সংস্কারে ৩১ দফার প্রচারণায় অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাষ্ট্র মেরামতের জন্য ৩১ দফা দাবী দিয়েছে। আজ আমি পাইকপাড়া ও বাবুরাইল এলাকায় এই ৩১ দফা নিয়ে প্রচারনা চালিয়েছি। কারণ এই ৩১ দফাতেই আছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও জনগণের কল্যাণ।

তিনি আরও বলেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিগত সময়ে যখন ক্ষমতায় ছিলেন এই নারায়ণগঞ্জ-৫ আসনের ব্যাপক উন্নয়ন করেছিলেন। আগামীতে আমরা তারেক রহমানের নেতৃত্বে নারায়ণগঞ্জ-৫ আসনে যে মনোনয়ন পাবে তার পেছনে ধানের শীষ মার্কা নিয়ে ঐক্যবদ্ধ থাকবো।