
ফাইল ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ইমন হত্যার ঘটনায় দুইজন আসামিকে গ্রেপ্তার করেছে পিবিআই।
বুধবার (২২ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর পুলিশ সুপার মোঃ মোস্তফা কামাল রাশেদ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- আড়াইহাজার উপজেলার মারুয়াদী গ্রামের মৃত হাসমের ছেলে দিল মোহাম্মদ (৬৫) ও তার ছেলে আল মাহাবুব (৩৭)।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর পুলিশ সুপার মোঃ মোস্তফা কামাল রাশেদ জানান, আড়াইহাজারে অটোরিকশা চুরির ঘটনায় চাঞ্চল্যকর ইমন হত্যার ঘটনায় খাগড়াছড়ি থেকে দুইজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়েছে।
এর আগে গত ২১ অক্টোবর সকালে খাগড়াছড়ি সদর থানার ইসলামপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বুধবার আসামিদের আদালতে পাঠানো হলে আদালত আসামিদের চারদিনের রিমান্ডে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মোঃ কাইয়ুম খান জানান, পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আসামিদের দশ দিনের রিমান্ড আবেদন করেছিল। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদেরের আদালত আসামিদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
এর আগে গত ৫ অক্টোবর আড়াইহাজার উপজেলার মারুয়াদী বাজারে অটোরিকশা চুরি করে পালানোর সময় আসামি এমরানকে স্থানীয়রা আটক করে। এসময় এমরানের সহযোগীরা তাকে ছাড়াতে আসলে তাদের ছুরিকাঘাতে আহত হন ইমন। পরবর্তীতে ৭ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।