ডেঙ্গু প্রতিরোধে মশার ঔষধ দেওয়ার কার্যক্রম উদ্বোধন
নাসিক ১৬ নং ওয়ার্ডে সাবেক সংসদ সদস্য এ্যাড. আবুল কালামের তত্ত্বাবধানে মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আমিনুর ইসলাম মিঠুর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশার ঔষধ দেওয়ার কার্যক্রম উদ্বোধন করা হয়।
শুক্রবার (২৪ অক্টোবর) বাদ মাগরিব ডেঙ্গু প্রতিরোধে মশার ঔষধ দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক ও নাসিক ২৩নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাউছার আশা।
উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে আবুল কাউছার আশা বলেন, ডেঙ্গু ও চিকুন গুনিয়ার কারনে নারায়ণগঞ্জকে রেডজোন ঘোষনা করা হয়েছে। আমরা যে কোন পরিস্থিতিতে নারায়ণগঞ্জবাসীর পাশে আছি। যেহেতু এটা মহামারি ধারন করেছে আমরা নারায়ণগঞ্জবাসীকে আহবান করবো আপনারা যত্রতত্র ময়লা আর্বজনা ফেলবেন না। বাড়ির চারপাশ পরিষ্কার রাখুন। আপনি সুস্থ্য থাকুন আপনার চারপাশের সবাইকে সুস্থ্য থাকতে সহযোগীতা করুন।
এসময় আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আওলাদ হোসেন, সাবেক কাউন্সিলর হান্নান সরকার, সাবেক কাউন্সিলর সুলতান আহমদ, মহানগর বিএনপি নেতা মোহাম্মদ হোসেন কাজল, আবুল হোসেন সরদার, হাজী সফি উদ্দিন আহমেদ সোহেল, সুজন মাহমুদ, পারভেজ আলম, মনসুর উদ্দিন পলিন, সোলেমান সরকার, মনির হোসেন, মোঃ খোকা, তোফাজ্জল হোসেন, শহীদ মেম্বার, মেজবাহ উদ্দিন স্বপন, রাজীব, মাসুদ পারভেজ বাচ্চু, সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক জাহাঙ্গীর বেপারি, মহানগর যুবদল নেতা দর্পন প্রধান, সজীব খান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

