
তারাব পৌরসভায় বিএনপির ইমাম সম্মেলনে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু
নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, মাদকের হুমকি আমাদের জন্য অনেক বড় হুমকি। আমি এ শক্তিকে পরাজিত করতে কিছুটা পেরেছি কিছুটা পারিনি। আপনারা আমার সাথে থাকলে এটা আমার জন্য অনেক সহজ হবে। আমি চাই আপনারা আমার পাশে থাকবেন। এরা হাতেগোনা কিছু লোক। আমরা এদের বিচারের আওতায় আনতে পারছি না। আমাদের ভয় যেদিন ভাঙবে সেদিন এদের আমরা সরাতে পারবো। আমি যদি সুযোগ পাই এই রূপগঞ্জের রূপ আমি ফিরিয়ে আনবো।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে রূপগঞ্জের তারাব পৌরসভায় বিএনপির ইমাম সম্মেলনে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আল্লাহ রূপগঞ্জের যাকেই সংসদে নেয় সে যেন আপনাদের ভাইয়ের মত আপনাদের দাবীগুলো সংসদে উত্থাপন করতে পারে। অনেকে সংসদে যায় এবং গিয়ে ভুলে যায় যে তারা আপনাদের ভাই ছিল। আমি যদি সংসদে যাই তাহলে আপনাদের জন্য, সমাজের জন্য এবং ইসলামের জন্য যেটি ভাল সেটি সংসদে তুলে ধরবো।
তিনি বলেন, আমি সকল মসজিদের কমিটির সাথে বসবো। সেখানে বসে মিনিমাম একটি হাদিয় ঠিক করবো। আপনাদের সংসার চালানোর জন্য যতটুকু দরকার ততটুকু যেন আপনাদের দেয়া হয় সেই ব্যাবস্থা আমি করবো।
তিনি বলেন, আজকে আপনারা এখানে এসে আমি বলবো না আপনারা ব্যাক্তিগত কোন দাবী করেছেন। আপনারা করেছেন ইসলামের জন্য দাবী। আপনারা চান আমি এ কাজটা করি। আমি চেষ্টা করবো আপনাদের দাবীগুলো যেন আমি পূরণ করতে পারি।
আমরা দলীয় ভাবে সকলে মিলে চেষ্টা করবো আপনাদের চলার পথে কোন সমস্যা থাকলে আমরা সকলে মিলে তা সমাধান করবো। আপনারা আপনাদের সমস্যাগুলো আমাদের সামনে তুলে ধরলে আমাদের জন্য এটার সমাধান বেশ সহজ হবে।