বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

|

কার্তিক ৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে আজাদের প্রচারণায় জনতার ঢল

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৩৮, ২৩ অক্টোবর ২০২৫

আড়াইহাজারে আজাদের প্রচারণায় জনতার ঢল

ফাইল ছবি

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে দিন দিন উচ্ছ্বাস বাড়ছে বিএনপির কর্মসূচিগুলোকে ঘিরে। গত কয়েকদিন ধরে বিএনপির ঢাকা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে অনুষ্ঠিত হচ্ছে ধারাবাহিক সভা-সমাবেশ, ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি আর প্রতিটি প্রচারণায় দেখা যাচ্ছে জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, মানুষের ঢল ও প্রাণবন্ত এক রাজনৈতিক পরিবেশ।

দলীয় সূত্রে জানা গেছে, তৃণমূল পর্যায়ে আজাদের সাংগঠনিক উদ্যোগে গত এক সপ্তাহে আড়াইহাজারের প্রায় প্রতিটি ইউনিয়নে বিএনপির ৩১ দফা কর্মসূচি প্রচার ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এসব আয়োজনে দলের স্থানীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছেন। 

প্রচারণায় আজাদের পক্ষ থেকে বলা হয়েছে, “৩১ দফা শুধু একটি রাজনৈতিক ঘোষণাপত্র নয়, এটি হলো জনগণের মুক্তির সনদ।”

প্রতিটি কর্মসূচিতে দেখা গেছে জনতার উচ্ছ্বাস ও অংশগ্রহণ। সকাল থেকেই বিভিন্ন গ্রাম থেকে দলীয় পতাকা ও ব্যানার হাতে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগ দিচ্ছেন সভা-সমাবেশে। কেউ কেউ বলছেন, আজাদ ভাই মাঠে আছেন, তাই আমরা আশাবাদী।

গোপালদী বাজারে আয়োজিত এক গণসংযোগে নজরুল ইসলাম আজাদ বলেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে মানুষকে জাগাতে হবে। আমাদের ৩১ দফা কর্মসূচি জনগণের অধিকার পুনরুদ্ধারের রূপরেখা। এই আন্দোলন কারও বিরুদ্ধে নয়, বরং জনগণের মুক্তির জন্য। তিনি আরও বলেন, আড়াইহাজারের মানুষ বারবার প্রমাণ করেছে তারা গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষে।

গত কয়েকদিনের পর্যবেক্ষণে দেখা গেছে, আড়াইহাজারের প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে উপজেলার কেন্দ্রীয় বাজার পর্যন্ত বিএনপির কর্মসূচিগুলোতে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বাড়ছে। অনেক জায়গায় মহিলারাও লিফলেট বিতরণে যুক্ত হচ্ছেন, তরুণরাও সামাজিক যোগাযোগমাধ্যমে আজাদের কর্মসূচির ছবি ও ভিডিও ছড়িয়ে দিচ্ছেন।

খাগকান্দা ইউনিয়নের এক তরুণ কর্মী রায়হান বলেন, আগে অনেকেই রাজনীতি থেকে দূরে ছিল, কিন্তু এখন মানুষ আগ্রহী হচ্ছে। আজাদ ভাই আমাদের ভরসা, উনি মাঠে নেমেছেন— মানে বিএনপি জেগে উঠছে।

দলীয় নেতাকর্মীদের ভাষ্যমতে, নজরুল ইসলাম আজাদের আমলযোগ্য সংগঠক হিসেবে খ্যাতি এখন তৃণমূল পর্যন্ত ছড়িয়ে পড়েছে। তার অমায়িক ব্যবহার, সহজপ্রাপ্যতা এবং দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা তাকে স্থানীয়ভাবে জনপ্রিয় করে তুলেছে। আন্দোলন, নির্বাচন ও সাংগঠনিক পুনর্গঠনের প্রতিটি ক্ষেত্রে তাঁর নেতৃত্বকে কেন্দ্র করে ঐক্যবদ্ধ হচ্ছে কর্মীরা।

একজন জ্যেষ্ঠ বিএনপি নেতা বলেন, আজাদের নেতৃত্বে আড়াইহাজারে এখন নতুন প্রাণ এসেছে। তিনি শুধু নেতাদের নয়, প্রতিটি কর্মীর সঙ্গে সম্পর্ক রাখেন। তাই তার সভা-সমাবেশে সাধারণ মানুষও নিজ উদ্যোগে উপস্থিত হয়।

গত কয়েকদিনের লিফলেট বিতরণ কর্মসূচিগুলোতে আড়াইহাজারের বাজার, বিদ্যালয়, ঘাট ও গ্রামীণ সড়কে দেখা গেছে এক ভিন্ন চিত্র। কর্মীদের হাতে ধানের শীষের লোগো, মুখে স্লোগান, আর সাধারণ মানুষের কৌতূহলী দৃষ্টি। এলাকাবাসী বলছেন, অনেক বছর পর বিএনপির এমন প্রাণচাঞ্চল্য তারা দেখছেন।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নজরুল ইসলাম আজাদের ধারাবাহিক সাংগঠনিক কর্মকাণ্ড আড়াইহাজারের রাজনীতিতে নতুন গতি এনেছে। তৃণমূল পর্যায়ে কর্মীদের পুনরুজ্জীবন এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির মাধ্যমে তিনি এখন আসনের গুরুত্বপূর্ণ আলোচ্য নেতায় পরিণত হয়েছেন।

আজাদের প্রতিটি কর্মসূচি শেষ হচ্ছে জনগণের স্লোগানে। গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, ধানের শীষে ভোট দিতে হবে!

আড়াইহাজারের প্রতিটি গ্রামে বিএনপির এই নতুন জাগরণ এখন একটাই বার্তা দিচ্ছে, দলীয় ঐক্য ও জনগণের আশায় উজ্জীবিত এক নতুন অধ্যায় শুরু হয়েছে নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে।