
ফাইল ছবি
নারায়ণগঞ্জে মাদকসহ দুই নারী মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় আসামিদের কাছ থেকে ৪৫ পুড়িয়া হেরোইন ও ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
বুধবার (২২ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- উকিলপাড়া এলাকার মৃত আজিজ সিকদারের মেয়ে মোসাঃ টুকু বেগম (৪৫) ও আব্দুল জলিলের মেয়ে অর্পনা ইসলাম (২২)।
নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানান, মাদকসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।