মুফতি মাসুম বিল্লাহ
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ বলেন, স্বাধীনতার পর থেকে মানুষ বিভিন্ন দল ও নেতার শাসন দেখেছে। সোনার বাংলা দেখেছে, সবুজ বাংলা দেখেছে। কিন্তু ইসলামের বাংলা দেখে নাই। এবার রাষ্ট্র পরিচালনার জন্য সৎ ও খোদাভীরু লোক দেখতে চায় জনগণ। হাতপাখার প্রতি সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা রয়েছে। আজ গণসংযোগে মানুষের আগ্রহ দেখে অভিভূত হয়েছি।
আজ ২৪ অক্টোবর শুক্রবার বিকাল ৪টায় বন্দর থানার ২৪, ২৫, ২৬, ২৭,মদনপুর ও ধামগড় এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন, নগর সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ, অর্থ সম্পাদক মুহা. ইসমাইল, সংখ্যালঘু সম্পাদক মুহা. আবুল হাশেম প্রমুখ নেতৃবৃন্দ।
তিনি আরও বলেন, আগামী নির্বাচন পি আর পদ্ধতিতে দেওয়ার জন্য আমাদের যুগপৎ আন্দোলন চলছে। কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আমরা আন্দোলন চালিয়ে যাব, ইনশাআল্লাহ। আগামী ২৭ অক্টোবর চাষাড়া শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।

