ফাইল ছবি
বন্দরে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ৪ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ধৃতরা হলো বন্দর উপজেলার পাতাকাটা এলাকার মৃত আব্দুর রহিম মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আক্তার হোসেন (৩৮) একই উপজেলার নবীগঞ্জ এলাকার বাহাউল মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী কামরুল ইমন ওরফ পারভেজ (৫৭) একই উপজেলার কান্দিপাড়া এলাকার আক্তার হোসেন মিয়ার ছেলে মিঠু (৪২) ও কাইনালী ভিটা এলাকার জজ মিয়া ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ইমরান হোসেন বাবু (৩৮)।
ধৃতদের শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

