বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ১৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মাসুদের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হলেন টিপু

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:১০, ৪ ডিসেম্বর ২০২৫

মাসুদের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হলেন টিপু

ফাইল ছবি

আসন্ন নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের প্রচার ও নির্বাচনী কর্মসূচি সুচারুরূপে পরিচালনার লক্ষ্যে গঠিত নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু।

বুধবার (৩ ডিসেম্বর) মাসুদের সমর্থক ও স্থানীয় নেতাদের সমন্বয়ে গঠিত এই কমিটির ঘোষণা করেন মাসুদ। 

টিপুকে আহ্বায়ক মনোনীত করায় দলের নেতাকর্মীদের মধ্যে চাঙা উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মনোনীত হওয়ার পর টিপু বলেন, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে মাসুদকে জয়ী করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাব।

দলীয় সূত্র জানায়, নির্বাচন ঘনিয়ে আসায় মাঠপর্যায়ে প্রচারণা আরও সুসংগঠিত ও গতিশীল করতে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নেতাকর্মীরা আশা করছেন, টিপুর নেতৃত্বে নির্বাচনী কার্যক্রম আরও গতি পাবে এবং ভোটারদের কাছে মাসুদের বার্তা কার্যকরভাবে পৌঁছাবে।