ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লার পোস্ট অফিস রোড এলাকায় তরল বর্জ্য ফেলে পরিবেশ দূষণ করার অভিযোগে বুনন ডাইং নামক প্রতিষ্ঠানের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ওই প্রতিষ্ঠানে গ্যাস সংযোগ বিচ্ছিন্নসহ বৈদ্যুতিক মিটার, গ্যাস মিটার খুলে কারখানার কার্যক্রম বন্ধ করা হয়।
বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জ জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়মা রাইয়ানের নেৃতত্বে এ অভিযান চলে। এ সময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা। অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া উপস্থিত ছিলেন। বুধবার সন্ধ্যায় পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, অভিযানে ফতুল্লার পোস্ট অফিস রোডে অবস্থিত তরল বর্জ্য উৎপন্নকারী বুনন ডাইং (পূর্বের নাম বিসমিল্লাহ টুইস্টিং/বলাকা ডাইং, আশহী ডাইং) নামক প্রতিষ্ঠানের গ্যাস সংযোগ বিচ্ছিন্নসহ বৈদ্যুতিক মিটার ও গ্যাস মিটার খুলে কারখানার কার্যক্রম বন্ধ করা হয়। গত ৩০ নভেম্বর একই অভিযোগে উক্ত কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কার্যক্রম বন্ধ করা হয়েছিল। এছাড়া পরিবেশগত ছাড়পত্র গ্রহণ, ইটিপি নির্মাণ ও এটিপি স্থাপন করে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থার বাস্তবায়ন না করা পর্যন্ত কারখানার কার্যক্রম পরিচালনা না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। নারায়ণগঞ্জে দূষণকারী কারখানার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

