বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ১৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মেলা বন্ধে ডিসি এসপিকে স্মারকলিপি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৩:২৪, ৪ ডিসেম্বর ২০২৫

মেলা বন্ধে ডিসি এসপিকে স্মারকলিপি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারের বিশনন্দী ইউনিয়নে ওরশ ও মেলা বন্ধে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রায়হান কবির ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর কাছে বিশনন্দী ইউনিয়নের তৌহিদি জনতার ব্যানারে স্মারকলিপি প্রদান করা হয়েছে। 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে ডিসি ও এসপি বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে তারা দাবী করেন বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা গ্রামে ওরশের নামে গান-বাজনা, মদ, ইয়াবা, জুয়ার আসর ও নারী নিয়ে দেহ ব্যাবসাসহ নানা অসামাজিক কার্যকলাপ পরিচালিত হয়। এর ফলে এলাকার স্থানীয় যুবকেরা মাদক ও নারীদের প্রতি ধাবিত হচ্ছে। এছাড়াও এই আসরের পাড়েই একটি পুরনো কবরস্থান, একটি মসজিদ ও মাদ্রাসা রয়েছে। এধরণের গান বাজনা ও অপকর্মের ফলে যুব সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। 

এসময় ওরশের নামে এ ধরণের অসামাজিক কার্যকলাপ বন্ধে পুলিশ, প্রশাসনকে ব্যাবস্থা নেয়ার আহ্বান জানান তারা।

এ বিষয়ে জেলা প্রশাসক (ডিসি) রায়হান কবির জানান, এরকম কোন মেলার অনুমোদন নেই।