ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় আলোচিত সুমন খলিফা (৩৫) হত্যা মামলায় ছয় আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরকিয়ার জেরে এই হত্যাকান্ডটি সংগঠিত হয় বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (৩ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ফতুল্লা থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- ফতুল্লা এলাকার মোঃ আবুল কাশেম মাস্টারের ছেলে মোঃ মেহেদী হাসান ওরফে ইউসুফ (৪২), মোঃ আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ আব্দুর রহমান (২৮), ফতুল্লার নরসীংপুর এলাকার মৃত বাদশা দালালের ছেলে মোঃ বিল্লাল হোসেন (৫৮), ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার আব্দুল হাই হাওলাদারের ছেলে মোঃ আলমগীর হাওলাদার (ড্রাইভার) (৪৫), সিদ্ধিরগঞ্জের মৃত দিদার বক্সের ছেলে মোঃ নান্নু (ড্রাইভার) (৫৫), মৃত সুমন খলিফার স্ত্রী সোনিয়া আক্তার (২২)।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, প্রাথমিক ভাবে পরকীয়ার জেরে হত্যাকান্ডটি সংগঠিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে আসামি হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এঘটনায় অন্যান্য কেউ জড়িত থাকলে তাদেরও গ্রেপ্তার করা হবে।
এর আগে গত ১ ডিসেম্বর ফতুল্লার ফতুল্লার চর কাশিপুর এলাকার মধ্য নরসীংপুর এলাকা থেকে সুমন খলিফার (৩৫) লাশ উদ্ধার করে পুলিশ। এঘটনায় সুমন খলিফার পিতা মোঃ মন্টু খলিফা বাদী হয়ে ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করেন।

