বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ১৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

কৃষকদের সাথে মতবিনিময় আবদুল জব্বারের 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:১৯, ৩ ডিসেম্বর ২০২৫

কৃষকদের সাথে মতবিনিময় আবদুল জব্বারের 

মতবিনিময় সভা

বক্তাবলী ইউনিয়নের লক্ষীনগর ও মধ্যনগর সংযোগে বাঁশের সেতু ও খালপাড়ের কৃষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৩ ডিসেম্বর বুধবার দুপুরে কৃষকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ -৪ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার। এসময় তিনি কৃষকদের সাথে কৃষকের সুবিধা অসুবিধার কথা শুনেন ও পারস্পরিক মতবিনিময় করেন। তিনি আরো বলেন জামায়াত ক্ষমতায় আসলে কৃষকতার ন্যায অধিকার ফিরে পাবে। সিন্ডিকেট ও সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরীর শ্রমিক কল্যাণ ফেডেরেশনের সভাপতি হাফেজ আব্দুল মোমিন, ফতুল্লা পশ্চিম থানা আমীর মাওলানা নুরুল হক, নারায়ণগঞ্জ জেলার শিক্ষক ফেডারেশনের সেক্রেটারী অধ্যক্ষ আব্দুল করিম খান, ফতুল্লা পশ্চিম থানা শ্রমিক কল্যাণ সভাপতি নুরুল আমীন।

মাওলানা আবু বকর ছিদ্দিকের সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারী নাছির উদ্দিনের সঞ্চালনা সভায় আরো উপস্থিত ছিলেন ইউনিয়নের জামায়াত নেতা আবু সাইদ, সাইদুর রহমান বাচ্চু, সাইফুল ইসলাম, রবিউল ইসলাম, নেয়ামত উল্লাহ, মুসলিম খান, আব্দুল হালিম, সাব্বির আহমেদ, দেলোয়ার হোসেনসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দসহ এলাকার অনেক সাধারণ কৃষক জনতা।