দোয়া মাহফিল
ফতুল্লা থানা বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার বলেছেন, বাংলাদেশের গণতন্ত্রের জন্য যিনি জীবনের শেষ প্রান্তে এসেও যুদ্ধ করছেন। গণতন্ত্রের জন্য সন্তান হারিয়েছেন, স্বামী হারিয়েছেন। সারা দেশের মানুষ আজ এভারকেয়ার হাসপাতালের দিকে তাকিয়ে। সারা বিশ্বের নেতারা, দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ মানুষ তার জন্য দোয়া চেয়েছেন।
বুধবার (৩ ডিসেম্বর) ফতুল্লা ইউনিয়নের ২ নং ওয়ার্ডে বিএনপির দোয়া মাহফিলে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, হাসিনা যখন শাপলা চত্বরে নির্মমভাবে মানুষ হত্যা করছিল তখন তিনি এর প্রতিবাদ জানিয়েছেন। যখন তিনি বালুর ট্রাকে অবরুদ্ধ তখনও তিনি আলেমদের জন্য দোয়া চেয়েছেন। তিনি সবসময় মানুষের জন্য করে গেছেন।
তিনি বলেন, আজ নির্বাচনের প্রস্তুতি চলছে। দেশবাসীর চাওয়া আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনটা যেন তিনি উৎসবমুখর পরিবেশে দেখে যেতে পারেন। আমরা আলেম সমাজের কাছে তার জন্য দোয়া চাই।

