বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ১৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আপসহীন জননীর কথা

বন্যার্তদের ত্রান-সাহায্য দিতে না.গঞ্জে তারেক রহমানকে পাঠান খালেদা জিয়া 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১০:৪৭, ৪ ডিসেম্বর ২০২৫

বন্যার্তদের ত্রান-সাহায্য দিতে না.গঞ্জে তারেক রহমানকে পাঠান খালেদা জিয়া 

ফাইল ছবি

নারায়ণগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। সর্বশেষ ২০০৪ সালে নারায়ণগঞ্জে এসেছিলেন তারেক রহমান।

২০০৪ সালে দেশের বন্যা পরিস্থিতির অবনতি হলে ত্রান সামগ্রী দিয়ে দুস্থদের সাহায্য করার জন্য তারেক রহমানকে নারায়ণগঞ্জে পাঠান বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। ত্রান নিয়ে নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে আসেন তারেক রহমান। 

দীর্ঘ ১৭ বছর পরে দেশে ফিরছেন তারেক রহমান। দেশে ফিরে আশার পর আবারও তারেক রহমান নারায়ণগঞ্জে আসবেন এমনটাই আশা বিএনপি নেতাকর্মীদের। দলের অন্যতম গুরুত্বপূর্ণ এই নেতাকে বরণ করে নিতে এখন থেকেই নানা আয়োজন করছেন তারা।

বিএনপি নেতাকর্মীরা জানান, শিঘ্রই তারেক রহমান দেশে ফিরবেন। তিনি দেশে ফিরলে তার নেতৃত্বেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবে বিএনপি। নির্বাচনী প্রচারণায় তারেক রহমান নারায়ণগঞ্জে আসবেন বলে ধারণা করা হচ্ছে।

এমন অবস্থায় খালেদা জিয়ার নারায়ণগঞ্জবাসীর প্রতি সেই দায়িত্ববোধ মনে করছেন সকলে। বন্যার্তদের কথা ভেবে তিনি ও তারেক রহমান মানুষের পাশে নিজে এসে যেভাবে সহায়তা করেছিলেন তা আজও জেলাবাসী কৃতজ্ঞতার সাথে স্মরণ করে।