বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ১৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় প্রার্থী ঘোষণা হয়নি, মোহাম্মদ আলীর জয়ের সুযোগ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:১৩, ৪ ডিসেম্বর ২০২৫

ফতুল্লায় প্রার্থী ঘোষণা হয়নি, মোহাম্মদ আলীর জয়ের সুযোগ

ফাইল ছবি

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-আলীরটেক, গোগনগর ইউনিয়ন) আসন জোট শরীকদের ছেড়ে দিতে যাচ্ছে বিএনপি। দ্বিতীয় ধাপে বিএনপির প্রার্থী ঘোষণার পরে এমনটাই ইঙ্গিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

এহেন ঘোষণায় সাবেক সংসদ সদস্য কিংমেকার খ্যাত মোহাম্মদ আলীর জয়ের পথ সুগম হয়েছে। জোটের মার্কা অপরিচিত হওয়ায় মোহাম্মদ আলী অনেকটা ফাঁকা মাঠেই গোল দিতে যাচ্ছেন।এ ছাড়াও বিএনপি সহ সকল দলের নেতাকর্মীদের একচেটিয়া সমর্থনও পাবেন তিনি। জয়ের পর বিএনপিতে যোগ দেয়ার সম্ভাবনাও রয়েছে তার।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে ঢাকার গুলশানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন করে আরও ৩৬ সিটের প্রাথমিক প্রার্থীদের নাম ঘোষণা করেন।

এর আগে ২৩৭ আসনে বিএনপি প্রার্থী ঘোষণা করেছিল। বাকি ২৭টি আসন জোট শরীকদের ছেড়ে দেয়া হতে পারে বলে ইঙ্গিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বাকি থাকা ২৭টি আসন যুগপৎ আন্দোলনের শরিকদের দেওয়ার ইঙ্গিত দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

তিনি বলেন, আমরা আগেই ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছিলাম। আজকে আমরা আরো ৩৬টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করছি।

তিনি আরো বলেন, ৩০০ আসনের মধ্যে আরো অনেকগুলো থেকে যাচ্ছে বোধহয় ২৪/২৫টির মতো থেকে যাবে। আমরা আমাদের যে অ্যালায়েন্স (শরিক) রয়েছে এসব তাদের জন্য রেখেছি। তাছাড়া আমাদের দুই-একটি আসনে সামনে ডিসিশন (প্রার্থী পরিবর্তন) হবে। সেগুলো আমরা পরে ঘোষণা করব।