মাদক ব্যবসায়ী গ্রেফতার
নারায়ণগঞ্জের ফতুল্লায় বিপুল পরিমান ইয়াবা ও গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব-১১।
এসময় তার কাছ থেকে ২ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট, এক কেজি গাঁজা এবং মাদক বিক্রির ১ লক্ষ ৫৩ হাজার ৭০ টাকা উদ্ধার করা হয়।
বুধবার (৩ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-১১।
গ্রেপ্তারকৃত আসামি হলেন- মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার মোঃ শাহ আলম খানের ছেলে মোঃ জহিরুল ইসলাম সাহন (২৫)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্যের বড় আকারের চালান দীর্ঘদিন যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য অভিনব কৌশলে সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশেপাশের জেলায় বহন, সরবরাহ এবং বিক্রয় করে আসছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ফতুল্লা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

