বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ১৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে ককসিট কারখানায় অগ্নিকান্ড

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৫৭, ৩ ডিসেম্বর ২০২৫

বন্দরে ককসিট কারখানায় অগ্নিকান্ড

ফাইল ছবি

নারায়ণগঞ্জের বন্দরে ককসিট গোডাউন ও কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (৩ ডিসেম্বর) বন্দরের লক্ষনখোলা পাতাকাটা এলাকায় এ ঘটনা ঘটে।

অগ্নিকান্ডে প্রায় ২ কোটি টাকার উপরে ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কারখানার মালিক কামাল হোসেন বাবু। 

তিনি জানান, দুপুরে নামাজ পড়তে যাই কারখানা থেকে। মসজিদে থাকা অবস্থায় খবর পাই আগুন লেগেছে। আগুনে কারখানার মেশিনারিজ, কাচামাল, যন্ত্রাংশসহ প্রায় আশি ভাগ পুড়ে গেছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, বন্দর ও মদনপুর ফায়ার সার্ভিসের দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুনের সুত্রপাত কিভাবে তা দেখা হচ্ছে।