বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ১৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভীর দুই মামলায় জামিন নামঞ্জুর

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৫২, ৪ ডিসেম্বর ২০২৫

নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভীর দুই মামলায় জামিন নামঞ্জুর

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভীর নতুন করে শ্যোনন অ্যারেস্ট দেখানো পাঁচটি মামলার মধ্যে দুটি মামলার শুনানি হয়েছে। নারায়ণগঞ্জ থানা পুলিশের ওপর হামলা এবং ফতুল্লা থানার ইয়াসিন হত্যা মামলা দুটির শুনানি অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদের আদালতে। শুনানি শেষে আজ (বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর) আদালত তার জামিন না মঞ্জুর করেছেন।

আইভীর আইনজীবীরা জানান, দুই মামলার এজাহারে সাবেক মেয়র আইভীর নাম না থাকলেও তার জামিন আবেদন নামঞ্জুর করেন। কিন্তু এর আগে বিভিন্ন সময় আদালত এই মামলায় এজাহারে নাম না থাকা ১৯ জনের জামিন মঞ্জুর করেন।

একই মামলায় অন্য আসামিরা জামিন পেলেও তাকে জামিন না দেয়ায় বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা কমে যাবে বলে মন্তব্য করেছেন আইভীর আইনজীবী আওলাদ হোসেন। এ আদেশের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

আইনজীবীরা আরও জানান, হাইকোর্ট এরইমধ্যে পাঁচটি মামলায় মেয়র আইভীকে জামিন দিলেও নতুন করে তাকে আরও ৫ মামলায় জড়ানো হয়। যেগুলোর কোনটাতেই তার নাম নেই। আজ ইয়াসিন হত্যা মামলার শুনানি হয়েছে, সেখানে স্পষ্টভাবে উল্লেখ আছে শামীম ওসমান ও অয়ন ওসমানই ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ও গুলি করে তাকে হত্যা করেছে। এবং অপর মামলায় বলা হচ্ছে তিনি পুলিশের ওপর হামলা করেছে। কিন্তু সেই ঘটনার সময় আইভী পুলিশ কাস্টডিতে ছিলো। এই মামলার এজাহারেও তার নাম নাই। তারপরেও পুলিশকে বাধা দেয়ার অভিযোগে মামলাটিতে তাকে গ্রেপ্তার দেখানো হয়।