বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬

|

পৌষ ২৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মশালা 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:০৪, ৭ জানুয়ারি ২০২৬

দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মশালা 

ফাইল ছবি

কেন্দ্রীয় ছাত্রদলের জরুরি নির্দেশনা অনুযায়ী বন্দরে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারী)  বিকেল ৩টায় বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের নবীগঞ্জ পূর্বপাড়া এলাকায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ ৫ আসনের বিএনপি মনোনিত এমপি প্রার্থী আলহাজ্ব এড: আবুল কালাম।

প্রশিক্ষন কর্মশালায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষন কর্মশালার নারায়ণগঞ্জ ৫ এর টিম লিডার ও বেসরকারি বিশ্ব বিদ্যালয়ের ছাত্রদল কেন্দ্রীয় কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম আনন্দ।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে  গুরুত্বপূর্ণ  বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা আবুল কাউছার আশা।

বক্তারা বলেন, আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে সারা দেশের ছাত্রদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার লক্ষে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষন কর্মশালা অয়োজন করা হয়েছে। আজকের কর্মশালায় নেতাকর্মীদের উপস্থিতিই প্রমান করে ছাত্রদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। আমরা সম্মলিত ভাবে ধানের শীষকে বিজয় করে এ আসনটি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উৎস্বর্গ করব।

দেশের উন্নয়নে আসন্ন নির্বাচনে বিএনপি প্রার্থীদের বিজয়ী করার জন্য নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের নেতাকর্মীদের মাঠে কাজ করার আহবান জানান।

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের নেতা রাহিদ ইশতিয়াক শিকদারের সভাপতিত্বে প্রশিক্ষন কর্মশালায় উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের নেতা শাহাজাদা রতন, মোতাদির রিদয়, রাসেল, ফাহিম, নারায়ণগঞ্জ কলেজ শাখা ছাত্রদল নেতা সিফাত, নিলয়, সরকারি তোলারাম কলেজ শাখা ছাত্রদল নেতা জিয়া, সুজন, জয়, রহিম, সদর থানা ছাত্রদল নেতা পায়েল, সাদিক, বন্দর থানা ছাত্রদল নেতা আলামিন, হৃদয় খান, রোকন, নাসিক ১৯ নং ওয়ার্ড ছাত্রদল নেতা প্রান্ত, তানভীর, ২৯ নং ওয়ার্ড ছাত্রদল নেতা শান্ত, ফয়সাল আহম্মেদ, ২২ নং ওয়ার্ড ছাত্রদল নেতা ফাহিম, শাকিল খান, ২৩ নং ওয়ার্ড ছাত্রদল নেতা তন্ময়, কদম রসুল কলেজ শাখা ছাত্রদল নেতা মেহেদী হাসান জিসানসহ নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ।