ফাইল ছবি
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া'র রুহের মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার বারদী ইউনিয়ন মহিলা দলের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বারদী ইউনিয়ন মহিলা দলের সভাপতি ইয়াসমিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়া। বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা মহিলা দলের সভাপতি সালমা আক্তার, নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সহ-সভাপতি জিসান সুরাইয়া, এডঃ তিন্নি, রূপগঞ্জ থানা মহিলা দলের সভাপতি হাওয়া বেগম, ফতুল্লা থানা মহিলা দলের সভাপতি রাশিদা বেগম রাশু, সাধারণ সম্পাদক পপি হোসাইন, সোনারগাঁও উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বিলকিস আক্তার বিউটি, বৈদ্দার বাজার ইউনিয়ন মহিলা দলের সভাপতি মায়া নূর মায়া, সাধারণ সম্পাদক আমেনা বেগম, বারদী ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক জোসনা বেগম, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ আফজাল হোসেন, বারদী ইউনিয়ন তাঁতি দলের সভাপতি শহীদ মিয়া প্রমূখ।

