শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬

|

পৌষ ২৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:২০, ৮ জানুয়ারি ২০২৬

সোনারগাঁয়ে খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড চরতালিমাবাদ এলাকায় ৮ জানুয়ারি দুপুরে বেগম খালেদা জিয়ার রুহের  মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  

উপজেলা জামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চরতালিমাবাদ গ্রামের নাসির উদ্দিন মেম্বারের অফিস কার্যালয়ে বেগম খালেদা জিয়ার রুহের  মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে জামপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী সোনারগাঁও শাখা কৃষকদলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ নাছির  উদ্দিন এর সভাপতিত্বে।

উপস্থিত ছিলেন,জামপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোঃ শাহ আলম,ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল মিয়া,বিএনপি নেতা,মোঃ মিজানুর রহমান ছাত্রদল নেতা মোঃ তপন ,যুবদল নেতা অনিক,আজিজুল হক,পিয়ার আলী,মোগবেল হোসেন, বাতেন,নাসির,গোলজারসহ চরতালিমাবাদ ও পূর্ব দড়িকান্দী এলাকার বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সকালের মাঝে তোবারক বিতরণ করা হয়। দোয়া পরিচালনা করেন চরতালিমাবাদ জামেমসজিদের ইমাম।

দোয়া মাহফিলে মোঃ নাছির উদ্দিন মেম্বার এক আবেগঘন বক্তব্যে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ত্যাগ, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান এবং দেশের মানুষের জন্য তাঁর আজীবন সংগ্রামের কথা স্মরণ করেন। তিনি দেশবাসীর কাছে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।