বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬

|

পৌষ ২৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

এনইআইআর বাতিলের দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৫৫, ৬ জানুয়ারি ২০২৬

এনইআইআর বাতিলের দাবিতে মানববন্ধন

মানববন্ধন

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম বাতিল এবং মোবাইল ব্যবসায়ীদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলার মোবাইল ব্যবসায়ীরা। বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটি নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন এলাকার মোবাইল ব্যবসায়ীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে অংশ নেন। প্ল্যাকার্ডে লেখা ছিল, হাত ছিল খালি, বুকে ছিল দাবি, রাষ্ট্র দিল গুলি এই কি ন্যায়নীতি, আমরা সরকারের সিদ্ধান্তের বিরোধী নই, আমরা সমাধানের পক্ষে, নীতি আদর্শ ঠিক রেখে একসাথে ব্যবসা করবো এবং চোর পুলিশ খেলা আর নয় ২৫ হাজার ব্যবসায়ীর বৈধতা নিশ্চিত কর।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটি নারায়ণগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিব্রান। তিনি বলেন, সরকার সময় দেওয়ার কথা বললেও তা রাখা হয়নি। ছয় মাস ব্যবহারের পরও একটি মোবাইলে কীভাবে অনিবন্ধিত সংক্রান্ত ম্যাসেজ আসে, তার স্পষ্ট ব্যাখ্যা নেই। ক্রেতারা সেই মোবাইল নিয়ে দোকানে এলে ব্যবসায়ীরা কীভাবে সমাধান দেবে, সে বিষয়েও কোনো বাস্তব নির্দেশনা নেই।

বক্তারা বলেন, জেলার অধিকাংশ মোবাইল ব্যবসা এক্সচেঞ্জ ভিত্তিক। জরুরি প্রয়োজনে মানুষ মোবাইল বিক্রি করে তাৎক্ষণিক অর্থের ব্যবস্থা করে। এনইআইআর সিস্টেম চালু হলে সাধারণ মানুষ এই সুযোগ থেকে বঞ্চিত হবে। এতে শুধু ব্যবসায়ীর নয়, সাধারণ ক্রেতারও ক্ষতি হবে।

তারা আরও বলেন, এ খাতে অনেক নতুন ও তরুণ উদ্যোক্তা যুক্ত আছেন। গত চার মাস ধরে এনইআইআর সংক্রান্ত জটিলতায় ব্যবসা প্রায় অচল হয়ে পড়েছে। ক্রেতারা মোবাইল কিনতে বা বিক্রি করতে পারছেন না। এর ফলে হাজারো ব্যবসায়ী আর্থিক সংকটে পড়েছেন এবং অনেক দোকান কার্যত বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

মানববন্ধন থেকে বক্তারা সকল মোবাইল ব্যবসায়ীর পক্ষ থেকে এনইআইআর সিস্টেম বাতিলের জোর দাবি জানান। একই সঙ্গে অবিলম্বে বাস্তবসম্মত ও ব্যবসাবান্ধব সমাধান গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা শাখার আহ্বায়ক মো. শরিফ উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিব্রান, সদস্য সচিব মো. ইব্রাহিম মজুমদারসহ আসাদুজ্জামান লিমন, মো. আবিদ, মো. রানা, নাফিজ, হাসান, মো. রাসেল, আবু সাঈদ, পিয়াস এবং জেলার বিভিন্ন এলাকার মোবাইল ব্যবসায়ীরা।