শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬

|

পৌষ ২৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় পুকুর থেকে উদ্ধার বিবস্ত্র লাশটি ইজিবাইক চালক রায়হানের

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৪৬, ৮ জানুয়ারি ২০২৬

ফতুল্লায় পুকুর থেকে উদ্ধার বিবস্ত্র লাশটি ইজিবাইক চালক রায়হানের

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পুকুর থেকে উদ্ধার করা বিবস্ত্র অজ্ঞাত যুবকের লাশের পরিচয় মিলেছে। 

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে গিয়ে নিহতের পরিবার লাশটি সনাক্ত করে বলেছেন লাশটি রায়হান খন্দকারের (২৭)। সে ঢাকার কদমতলী থানার শনিরআখড়া রায়েরবাগ এলাকায় থেকে ইজিবাইক চালায়। 

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মিলন ফকির নিহত যুবকের পরিবারের বরাত দিয়ে  জানান, নিহত রায়হান ব্যাটারি চালিত অটোরিক্সা চালক। গত শুক্রবার দুপুরে রায়হান বাসা থেকে অটোরিক্সা নিয়ে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিলো। এ ঘটনায়  রায়হানের পরিবারের সদস্যরা গত শনিবার কদমতলি থানায় একটি সাধারন ডায়েরী করেন। লাশ উদ্ধারের সংবাদ পেয়ে নিহত রায়হানের পরিবারের সদস্যরা হাসপাতালে এসে নিহতের পরিচয় শনাক্ত করেছে। পরবর্তীতে ময়না তদন্ত শেষে পরিবারের সদস্যদের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে। ধারনা করা হচ্ছে ইজিবাইকটি ছিনিয়ে নিয়ে রায়হানকে হত্যা করা হয়েছে। এবিষয়ে পরিবারের পক্ষ থেকে মামলা করবেন।

উল্লেখ্য, গত বুধবার (৭ জানুয়ারি) সকালে স্থানীয়রা পাগলা কুতুবপুর দৌলতপুর এলাকার একটি পুকুরে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিবস্ত্র লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।